এদিন মেলায় আসে চুঁচুড়া সংলগ্ন চন্দননগরের প্রবর্তক, হুগলির মা মিশন, চুঁচুড়া র অন্নদা আশ্রম এবং সপ্তগ্রামের বিবেকানন্দ আশ্রমের অনাথ শিশুরা। ঘন্টা খানেকের জন্য কচিকাচায় ভরে যায় মেলা। বুধবার সন্ধ্যায় অনাথ কচিকাঁচাদের নিয়ে মেলায় হাঁটলেন আই সি চুঁচুড়া অনুপম চক্রবর্তী। সঙ্গে হাঁটলেন বইমেলা কর্তৃপক্ষ। বিভিন্ন স্টলে স্টলে ঢুকল বাচ্চারা। কেউ হাতে তুলে নিল নন্টে ফন্টে, কেউ বাটুল দ্যা গ্রেট, গোপাল ভাঁড়। আবার কেউ স্টল থেকে হাতে তুলে নিল নানান গল্পের বই। বাচ্চাদের পিছু পিছু ঘুরে বইয়ের পয়সা অবশ্য মিটিয়ে দিল মেলা কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুনঃ কঙ্কালসার চেহারা রাস্তার, তার উপরে নোংরা নর্দমার জল জমে!
ব্যতিক্রম পাঁচ বছরের খুশি। সে আব্দার করল বই নয়, তার রং পেন্সিল লাগবে। আই সি অনুপম বাবুর উদ্যোগে বাইরের দোকান থেকে মেলায় নিয়ে আসা হল রং পেন্সিল আর ড্রইং খাতা। তুলে দেওয়া হল খুশির হাতে। হাসি মুখে মেলা ছাড়ল সবাই। মেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি জানিয়েছেন, সবাই মেলায় আসে, বই কেনে। ওদেরও ইচ্ছে হয়। ওরা আশ্রমে থাকে বলে হয়তো তা সম্ভব হয় না। তাই এবছর ওদের বই কিনে দেওয়ার উদ্যোগ মেলা শুরুর আগে থেকেই নেওয়া হয়েছিল।
Rahi Haldar