আরও পড়ুন: টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত তপনের ২৬ টি গ্রাম
হঠাৎ হাসপাতালে আগুন লাগলে কী করতে হবে তা এই মক ফায়ার ড্রিলের মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরা হয়। ড্রিল চলার সময় উপস্থিত ছিলেন আরামবাগ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার, নার্স এবং কর্মীরা। দমকল বিভাগের আধিকারিক পিনাকী দাস এই ফায়ার ড্রিলের নেতৃত্ব দেন।
advertisement
এই বিষয়ে দমকল আধিকারিক পিনাকী দাস জানান, প্রায় সময় হাসপাতাল এবং বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে প্রাথমিকভাবে কী কী জানা না থাকায় অনেক সময় বড় ঘটনা ঘটে যায়। সেটাই হাতে-কলমে হাসপাতালের কর্মীদের শেখানো হল। যাতে ফায়ার ব্রিগেড এসে পৌঁছনোর আগেই তাঁরা কতগুলি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এতে ক্ষয়ক্ষতির মাত্রা কমে। এদিকে মক ফায়ার ড্রিলে অংশ নিয়ে হাতে-কলমে অগ্নি নির্বাপনের প্রশিক্ষণ লাভ করেছেন আরামবাগ মেডিকেলের নার্স এবং কর্মীরা। গোটা বিষয়টিকে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
শুভজিৎ ঘোষ





