সারমেয়র চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে যান। তাঁরা দেখেন, লোহার শিক গেঁথে দেওয়া হয়েছে সারমেয়টির গায়ে। স্থানীয়রা পশু চিকিৎসককে ডেকে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সারমেয়র শরীর থেকে লোহার শিকটি বের করেন। গত মঙ্গলবার বিকালের এই অমানবিক ঘটনায় শেওড়াফুলি বিধানপল্লি এলাকার বাসিন্দারা প্রতিবাদে সরব হন।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় পাল্টাবে আবহাওয়া! দক্ষিণে তাপমাত্রা বৃদ্ধির আগে ঝড়জল, উত্তরে জারি কমলা সতর্কতা!
advertisement
শেওড়াফুলি ফাঁড়ি এবং শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবলুর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় লিখিত অভিযোগের পর শ্রীরামপুর থানার পুলিশ বাবলু পালকে আটক করে। পুলিশ তাঁকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে পেশ করে।
আরও পড়ুন: দুর্ঘটনার পর থেকে বাতিল একাধিক ট্রেন! ভিড়ের চাপ কমাতে স্পেশ্যাল ট্রেন চালাবে রেল
স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ কাউ জানান, নৃশংসভাবে সারমেয়টিকে মারা হয়। লোহার শিকের খোঁচায় যন্ত্রণায় ছটফট করছিল। পাড়ার ছেলেরা ডাক্তার ডেকে আনে। ইঞ্জেকশন দেওয়া হয়। সারমেয়টিকে সুস্থ করে তোলার জন্য সবাই চেষ্টা করে। এ ধরনের অমানবিক কাজ যে করেছে, তার শাস্তি হোক বলেন। অবলা প্রাণিদের যেন এভাবে কেউ না মারে।
রাহী হালদার