প্রতিবাদ করলে চড়াও হয়ে মারধর করে মদের ঠেকের দুষ্কৃতীরা। এর আগে বিশ্বকর্মা পুজোর দিনও এক প্রস্থ গন্ডোগোল হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও একই ঘটনা। মদ্যপদের মাতলামির প্রতিবাদ করায় বুদ্ধদেব রায়চৌধুরীকে মারধোর করা হয়। তার বুকে চোট লাগে। দশ বারো জন দুষ্কৃতি আবাসনে ঢুকে তান্ডব চালায় বলে অভিযোগ। উত্তরপাড়া থানায় জানালে পুলিশ গিয়ে দুজনকে আটক করে।
advertisement
আরও পড়ুনঃ কচুরিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হুগলি ঘাটের এক মিষ্টির দোকানে!
বুদ্ধদেব রায়চৌধুরী জানান, তাদের বাড়ির পাশে একটি মন্দির রয়েছে, ঠিক মন্দিরের পাশেই চলে বেআইনি মদের ঠেক। মদের ঠেকের উপদ্রবের জন্য স্থানীয় মানুষরা খুবই আতঙ্কিত। সন্ধ্যার পর কোন মানুষই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন না। তিনি প্রতিবাদ করতে গেলে তার বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় তাকে একইসঙ্গে তার পরিবারের সদস্য দেরও। স্থানীয় আরেক বাসিন্দা অমূল্য পান্ডা জানান, তিনি প্রতিবাদ করতে গেলে তাকে গুলি করে খুন করার হুমকি দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ নদীর পার বরাবর ম্যানগ্রোভ গাছের চারা লাগিয়ে নদী ভাঙন রোধের উদ্যোগ
আহত বুদ্ধদেব চৌধুরী স্ত্রী জানান, বৃহস্পতিবার রাতে তাদের বাড়ির মধ্যে ঢুকে তার স্বামীকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। তিনি প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয়। আতঙ্কে প্রতি দিন কাটে তাদের। উত্তরপাড়ার এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে সামাজিক মহলে। কিভাবে শহরতলীর মধ্যে বেআইনি মদের ঠেক গড়ে ওঠে। কাদের মধ্যেই বা এই সমস্ত কাজ চলছে। সবকিছু জানার পরেও কেন মুখে কুলুপ পেটে বসে রয়েছে প্রশাসন! এই সমস্ত প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের থেকে।
Rahi Haldar