TRENDING:

Hooghly News: বেআইনি মদের ঠেকের প্রতিবাদ করায় চরম পরিণতি প্রতিবাদীর!

Last Updated:

উত্তরপাড়ায় বেআইনি মদের ঠেকের তাণ্ডবের জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ করায় মারধর করে মদের ঠেকের দুষ্কৃতীরা। আহত হন উত্তরপাড়ার স্থানীয় এক বাসিন্দা। আহত ব্যাক্তির নাম বুদ্ধদেব রায়চৌধুরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : উত্তরপাড়ায় বেআইনি মদের ঠেকের তাণ্ডবের জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ করায় মারধর করে মদের ঠেকের দুষ্কৃতীরা। আহত হন উত্তরপাড়ার স্থানীয় এক বাসিন্দা। আহত ব্যাক্তির নাম বুদ্ধদেব রায়চৌধুরী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। পুরো ঘটনায় দুজনকে আটক করেছে উত্তরপাড়া থানায় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ার বাইশ নম্বর ওয়ার্ড টি এন মুখার্জি রোড লোহার পোল এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি মদের ঠেক চলে। সেই ঠেক থেকে পরিবেশ নষ্ট হয় এমন অভিযোগ এলাকাবাসীর।
advertisement

প্রতিবাদ করলে চড়াও হয়ে মারধর করে মদের ঠেকের দুষ্কৃতীরা। এর আগে বিশ্বকর্মা পুজোর দিনও এক প্রস্থ গন্ডোগোল হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও একই ঘটনা। মদ্যপদের মাতলামির প্রতিবাদ করায় বুদ্ধদেব রায়চৌধুরীকে মারধোর করা হয়। তার বুকে চোট লাগে। দশ বারো জন দুষ্কৃতি আবাসনে ঢুকে তান্ডব চালায় বলে অভিযোগ। উত্তরপাড়া থানায় জানালে পুলিশ গিয়ে দুজনকে আটক করে।

advertisement

আরও পড়ুনঃ কচুরিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হুগলি ঘাটের এক মিষ্টির দোকানে!

বুদ্ধদেব রায়চৌধুরী জানান, তাদের বাড়ির পাশে একটি মন্দির রয়েছে, ঠিক মন্দিরের পাশেই চলে বেআইনি মদের ঠেক। মদের ঠেকের উপদ্রবের জন্য স্থানীয় মানুষরা খুবই আতঙ্কিত। সন্ধ্যার পর কোন মানুষই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন না। তিনি প্রতিবাদ করতে গেলে তার বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় তাকে একইসঙ্গে তার পরিবারের সদস্য দেরও। স্থানীয় আরেক বাসিন্দা অমূল্য পান্ডা জানান, তিনি প্রতিবাদ করতে গেলে তাকে গুলি করে খুন করার হুমকি দেয় দুষ্কৃতীরা।

advertisement

View More

আরও পড়ুনঃ নদীর পার বরাবর ম্যানগ্রোভ গাছের চারা লাগিয়ে নদী ভাঙন রোধের উদ্যোগ

আহত বুদ্ধদেব চৌধুরী স্ত্রী জানান, বৃহস্পতিবার রাতে তাদের বাড়ির মধ্যে ঢুকে তার স্বামীকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। তিনি প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয়। আতঙ্কে প্রতি দিন কাটে তাদের। উত্তরপাড়ার এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে সামাজিক মহলে। কিভাবে শহরতলীর মধ্যে বেআইনি মদের ঠেক গড়ে ওঠে। কাদের মধ্যেই বা এই সমস্ত কাজ চলছে। সবকিছু জানার পরেও কেন মুখে কুলুপ পেটে বসে রয়েছে প্রশাসন! এই সমস্ত প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বেআইনি মদের ঠেকের প্রতিবাদ করায় চরম পরিণতি প্রতিবাদীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল