TRENDING:

Howrah Bardhaman main line: চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে ট্রেন লাইনের ধারে ধস! আতঙ্কে যাত্রীরা

Last Updated:

Landslide local train: ট্রেন লাইনে ধস! হুগলির হাওড়া-বর্ধমান মেন লাইনে চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে, দেবীপুর এলাকায় আপ লাইনের ধারে ধস নামে। বৃষ্টির জেরেই এই ধস বলে প্রাথমিক অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ট্রেন লাইনে ধস! হুগলির হাওড়া-বর্ধমান মেন লাইনে চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে, দেবীপুর এলাকায় আপ লাইনের ধারে ধস নামে। বৃষ্টির জেরেই এই ধস বলে প্রাথমিক অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের। তবে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক। কিন্তু এই ধস ভয় ধরাচ্ছে যাত্রীদের, সতর্কতামূলক পদক্ষেপও নিয়েছে রেল।
ট্রেন লাইনের পাশে ধ্বস !
ট্রেন লাইনের পাশে ধ্বস !
advertisement

আরও পড়ুুন: এক কামড়েই ‘ছবি’! বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ, বিষক্রিয়ায় হার মানবে অনেক সাপও

স্থানীয় সূত্রে খবর, এলাকার এক ব্যক্তির কাছ থেকে খবর পাওয়ার পরই আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর অবশ্যই ধীরগতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস। বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করে কী করা যায় তা নিয়ে তদারকি শুরু করেছেন। আপাতত আপের গাড়ি ওই এলাকা থেকে ধীরগতিতে পাস করানো হচ্ছে।

advertisement

আরও পড়ুন: নাক দিয়ে নয়, সাপ শরীরের কোন অঙ্গ নিয়ে গন্ধ পায় জানেন?

গতকাল রাতে বিষয়টি নজরে আসতেই রেলকর্মীরা ঘটনাস্থলে যান। চুঁচুড়া স্টেশন ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দূন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়। রক্ষণাবেক্ষণের কর্মীরা ফিট সার্টিফিকেট দেওয়ার পর ট্রেন ছেড়ে যায়। ৯.৪৫ থেকে ১০.১৭ পর্যন্ত দাঁড়িয়ে ছিল ট্রেনটি। ওই সময় থার্ড লাইন দিয়ে কোনো ট্রেন চলেনি। রিভার্স লাইন দিয়ে চালানো হয়। পরে আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ সকালেও হুল এক্সপ্রেস কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল চন্দননগরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গড়বেতার রাস্তায় ৩৪ হাতির বিশাল দল, নজিরবিহীন নজরদারিতে রাজ্য সড়ক পার! আমজনতার স্বস্তি
আরও দেখুন

বিগত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ হেন পরিস্থিতিতে প্রায় ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে পাশে পুকুরের দিকে বেশ কয়েকটি স্লিপার সহ মাটি ধসে পড়ায় স্থানীয়রা চিন্তিত। তারা চান অবিলম্বে ধস মেরামত করা হোক। ধ্বসের অংশে থাকা পেঁপে গাছ সহ কচুবনের একটি বড় অংশ পুকুরে তলিয়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/হুগলি/
Howrah Bardhaman main line: চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে ট্রেন লাইনের ধারে ধস! আতঙ্কে যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল