TRENDING:

Satadru Dutta Arrest: ক্ষোভে ফুঁসছে মেসি ভক্তরা, হামলার আশঙ্কায় শতদ্রুর বাড়িতে পুলিশ পিকেট, হাজার হাজার টিকিটের টাকা ফেরতে অনড় ফ্যানরা

Last Updated:
Satadru Dutta Arrest: মেসির বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করে রাজি করানো। তারপর মেসির সঙ্গে দেখা করে দিনক্ষন ঠিক করেন। আজ ১৩ ডিসেম্বর সেই মেসির শো'য়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন। হাজার হাজার মেসি ভক্ত ভিড় জমান যুব ভারতী ক্রীড়াঙ্গনে।
advertisement
1/7
ক্ষোভে ফুঁসছে মেসি ভক্তরা, হামলার আশঙ্কায় শতদ্রুর বাড়িতে পুলিশ পিকেট, টাকা ফেরতের দাবি
*হুগলিঃ কলকাতায় মেসির আগমন আর তাকে ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হল শনিবার। মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা যুব ভারতী। আর এই ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা তিনি শতদ্রু দত্ত, রিষড়ার বাসিন্দা। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। শতদ্রু দত্তের বাড়ি রিষড়ার বাঙুর পার্ক এলাকায়।
advertisement
2/7
*জানা গিয়েছে, শ্রীরামপুর হলিহোম স্কুলে পড়তেন, ছোট থেকেই ক্রিকেট খেলতেন। এক সময় প্রাইভেট ফার্মে চাকরি করতেন। আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের কাজ। পরে সেই কাজে আরও বড় পদক্ষেপ।
advertisement
3/7
*বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়ারদের বাংলায় নিয়ে এসে চমকে দেওয়া শুরু করলেন। যে সব খেলোয়ারকে একবার চোখে দেখার জন্য আসমুদ্র হিমাচল পারি দিতে পারে তার ভক্তরা, সেই সব খেলোয়ারকে টার্গেট করে আনতে শুরু করলেন।
advertisement
4/7
*কলকাতায় আনলেন নিজের বাড়িতেও আনলেন। বাড়িতেই বানিয়ে ফেলেন ফুটবল মাঠ। পেলে, কাফু, মার্টিনের, রোনাল্ডিনহোকে নিয়ে আসেন। মেসিকে আনতে অনেক কাঠখড় পুড়িয়েছেন।
advertisement
5/7
*মেসির বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে রাজি করানো। তারপর মেসির সঙ্গে দেখা করে দিনক্ষন ঠিক করেন। আজ ১৩ ডিসেম্বর সেই মেসির শো'য়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন। হাজার হাজার মেসি ভক্ত ভিড় জমান যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু মেসি দর্শন না করতে পেরে চরম বিশৃঙ্খলা, ভাঙচুর কলকাতার মাথা হেঁট করে দিয়েছে বিশ্বের কাছে।
advertisement
6/7
*শতদ্রুর বাড়িতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ পিকেট বসানো হয়। রিষড়া থানাতেও বাড়তি ফোর্স মোতায়েন করে চন্দননগর পুলিশ।
advertisement
7/7
*শতদ্রুর প্রতিবেশীরা জানান, আগে যখন মার্টিনেজ এসেছিল, সব ঠিকঠাক ছিল। যারা যুব ভারতীতে গিয়েছিলেন তারাও জানান, অব্যবস্থার কারণে মেসিকে দেখতেই পাননি কেউ। যারা দর্শকাসনে ছিলেন অনেক দূরে, তারা কোনওভাবেই মেসিকে দেখতে পাননি। নেতা মন্ত্রীদের ভিড় ছিল মেসিকে ঘিরে। মাঠ প্রদক্ষিণ করেননি মেসি। মাত্র কয়েক মিনিট থেকেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে দর্শক।
বাংলা খবর/ছবি/খেলা/
Satadru Dutta Arrest: ক্ষোভে ফুঁসছে মেসি ভক্তরা, হামলার আশঙ্কায় শতদ্রুর বাড়িতে পুলিশ পিকেট, হাজার হাজার টিকিটের টাকা ফেরতে অনড় ফ্যানরা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল