স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্য জানান পাট বাজার থেকে কিনে আনতে হয়। তারপর পাট বিনুনি করে বিভিন্ন জিনিস তৈরি হয়। এই গোষ্ঠীতে প্রায় ৫০ জন মহিলা যুক্ত। নিত্যনতুন জিনিস তৈরি করতে পেরে বেজায় খুশি বলে।
আরও পড়ুন: মাসে মাসে জন্মদিন পালন হয় স্কুলে! জানলে অবাক হবেন আপনিও
advertisement
গোষ্ঠীর অন্য এক সদস্য বলেন, "নানারকম হাতের কাজ হয় তার মধ্যে অন্যতম পাটের কাজ। এই কাজ করে মহিলারা অনেকটাই সাবলম্বী হতে পারছে। এর ফলে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে মেলায় বিক্রি এবং অংশগ্রহণ করতে পারছি। মহিলারা গৃহকর্ম সেরে এই কাজ করে। পাশাপাশি রোজগারও করতে পারছে। তারা সকলেই সরকারকে সাধুবাদ জানিয়েছেন।
advertisement
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2023 3:58 PM IST