আরামবাগ: আরামবাগ শহরের রাস্তায় নিত্য চলে মদ্যপ যুবকদের দ্রুত গতিতে বাইক চালানোর তাণ্ডব। বারে বারে অভিযোগ করেছেন স্থানীয় এলাকার বাসিন্দা থেকে পথ চলতি মানুষ। কিন্তু কোনও কাজ হয় নি। এবার এক যুবকের বাইকের তাণ্ডবে গুরুতর আহত হলেন এক জুয়েলারি দোকানের কর্মী। আহত মহিলার নাম দোলন হাজরা। বাড়ি পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় দোলন দেবীকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবণতি হলে তাঁকে স্থানান্তর করা হয় কলকাতায়।
হাসপাতাল
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, গয়নার দোকান বন্ধ করে দোলন দেবী ভাড়া বাড়িতে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় থাকা এক যুবক দ্রুত গতিতে এসে সজরে তাঁকে ধাক্কা মারে। বাইক দ্রুত গতিতে আসছিল, রাজ্য সড়কের উপর ছিটকে পড়ে যান মহিলা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতের পরিবারের থেকে জানা যায়, শহরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন দোলন। কাজ করতেন গয়নার দোকানে। দোকান বন্ধ কজরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশের থেকে খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান পরিবারের লোকজন। যদিও অভিযুক্ত মদ্যপ যুবক এখনও নিখোঁজ। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।