এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কুন্তল ঘোষাল জানিয়েছেন, ‘‘আজ আমাদের স্কুলে শিশু সংসদ ২০২৩ নির্বাচন হল। এই নির্বাচন সম্পূর্ণ শিশুদের দ্বারা পরিচালিত এবংশিশুদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এই শিশু সংসদের মূলত গঠনের উদ্দেশ্য হলো আমরা সেই সমস্ত নির্বাচিত শিশুদের কাছ থেকে ছেলেমেয়েদের ভালো-মন্দ এবং ভালোলাগা, খারাপ লাগা এই সমস্ত জিনিসগুলো জানব।স্কুল পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবে এবং আগামী দিনে স্কুল উন্নতির দিকে যায় তা লক্ষ্য রাখবে ছাত্র-ছাত্রীরা। তারা যেমন একদিকে স্কুলের মিডডে মিলের দিকে নজর রাখবে ঠিক অন্যদিকে স্কুলের রং তাদের পছন্দ মত হবে।’’
advertisement
আরও পড়ুন - সামনেই পরীক্ষা, মাধ্যমিক ২০২৩ এর বাংলার প্রশ্নমান ও তার খুঁটিনাটি, রইল শেষ মুহূর্তের টিপস
আরও পড়ুন - ‘‘প্রায় ১০ ফুট নীচে ওঁরা কাজ করছিল’’ তারপরেই পাইপ লাইনে ধস, পরিণতি মর্মান্তিক
তিনি আরও বলেন, ‘‘সর্বোপরি স্কুলের খেলাধুলা,পড়াশোনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের দ্বারা পরিচালিত হবে। পুরো নির্বাচনটাই হল শিশুদের দ্বারা।’’
এখানে বিশেষ করে প্রধানমন্ত্রী,খাদ্যমন্ত্রী,শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী গঠন হয়েছে বলে জানিয়েছেন। ছাত্ররা নিজের ভোটাআধিকার প্রয়োগ করেছে এবং তারা তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেছে। এই শিশু সংসদ আগামী দিনে একটা মজার ব্যাপার হোক এবং ছাত্র-ছাত্রীদের নেতৃত্ব দানের ক্ষমতা বাড়ুক এটাই আমাদের কাম্য।
Suvojit Ghosh





