‘‘প্রায় ১০ ফুট নীচে ওঁরা কাজ করছিল’’ তারপরেই পাইপ লাইনে ধস, পরিণতি মর্মান্তিক

Last Updated:

পাইপ লাইনে ধস, মৃত ১, আশঙ্কাজনক ২, বহরমপুরের খাগড়ায় উত্তেজনা

Pipe line damaged in Berhampore, death of workers
Pipe line damaged in Berhampore, death of workers
#বহরমপুর: পাইপ লাইনে ধস, মৃত ১, আশঙ্কাজনক ২, বহরমপুরের খাগড়ায় উত্তেজনা৷  সৈদাবাদে পাইপ লাইনের কাজ চলার সময় গর্তের মধ্যে মাটির ধস নেমে এক শ্রমিকের মৃত্যু হল আরও ২জন গুরুতর আহত। মৃতের নাম রমজান সেখ (৩৫)। বাড়ি জিয়াগঞ্জ।
পৌরসভার পক্ষ থেকে বহরমপুরের সৈদাবাদে জলের পাইপ লাইনের কাজ চলছে কয়েকদিন ধরে। মঙ্গলবার কাজ চলার সময়েই এই দুর্ঘটনা ঘটে। দমকলের কর্মী ও স্থানীয় মানুষজন উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে ১জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ২জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় বহরমপুর থানার পুলিশ।
advertisement
advertisement
উদ্ধারকারী কৌশিক দাস বলেন, বেশ কিছুদিন ধরেই জলের পাইপ লাইনের কাজ চলছে ওই এলাকায়। এদিন হঠাৎই কাজ চলাকালীন ধস নামায় তিনজন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যায়। দমকল এলেও উদ্ধার করতে বেশ কিছু সময় লেগে যায়। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
advertisement
অপর একজন শ্রমিক বাবলু শেখ বলেন, ‘‘প্রায় ১০ ফুট গভীর গর্তের নীচে ওরা তিনজন কাজ করছিল। আমরা উপরে ৬জন কাজ করছিলাম। হঠাৎই ধস নেমে এই দুর্ঘটনা ঘটে।’’ প্রসঙ্গত, গঙ্গার জলে শহরের যে নোংরা জল নামে তা পরিশোধন করে তা গঙ্গার জলে পড়বে। সেই জল প্রকল্পের কাজ চলছিল বহরমপুর পুরসভার পক্ষ থেকে। এরপরেই সৈদাবাদ এলাকায় বেশকিছুদিন ধরে এই পাইপ লাইনের কাজ চলছিল। এরপর হঠাৎ করে চাপা পড়ে যায় ৩ শ্রমিক।
advertisement
এক শ্রমিককে বের করা গেলেও ২জনকে বের করে আনা যায়নি। দমকলের কর্মীরা মাটির নীচ থেকে ওই দুই কর্মীকে উদ্ধার করে। যদিও একজন মারা গেলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে। দমকলের কর্মীরা মাটির নীচ থেকে ওই দুই কর্মীকে উদ্ধার করে। যদিও একজন মারা গেলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে।
advertisement
Pranab Kumar Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘‘প্রায় ১০ ফুট নীচে ওঁরা কাজ করছিল’’ তারপরেই পাইপ লাইনে ধস, পরিণতি মর্মান্তিক
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement