এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছোট ছোট পড়ুয়ারা সাজিয়ে তোলে স্কুলের বাড়িটি, যাদের জন্মদিন থাকে ওই মাসে তারা মোমবাতিতে ফুঁ দিয়ে কেক কাটে। তাদের সঙ্গে যোগ দেন হেডস্যারও। উপহারও দেওয়া হয় পড়ুয়াদের। উপহার হিসাবে দেওয়া হয় একটি করে ছোট চারা গাছ। সেই সঙ্গে গাছ লাগাও প্রাণ বাঁচায়ের পাঠও দেওয়া হয়। তারপর থাকে জন্মদিনের ভোজ।
advertisement
আরও পড়ুন: ৪০০ বছর ধরে রীতি মেনে হয় এই মেলা! আরামবাগের দিঘির মেলার ভিডিও রইল
মিডডে মিলে সবাই খায় স্পেশাল মেনু। মাংস তো থাকেই সঙ্গে থাকে পায়েস।দেবাশীষবাবু নিজের উদ্যোগে প্রায় পাঁচ বছর ধরে এভাবেই ছাত্র-ছাত্রীদের নিয়ে পড়ুয়াদের জন্মদিনের উৎযাপন করেন বিদ্যালয়ে। প্রধান শিক্ষক সকলকে নিয়ে নিজে হাতে কেক কাটান খাওয়া দাওয়া মজা করে সারা দিন কেটে যায়।
advertisement
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 3:02 PM IST