আরও পড়ুনঃ গরমে জেরবার বাংলা! হুগলিতে যে ব্যবস্থা নেওয়া হল, প্রতিটি জেলাতেই এমন করা উচিত, কী ঘটল জানেন?
সোজাগ মঞ্চের সম্পাদক জানান, ‘দীর্ঘদিন ধরে ওই মহিলা পানীয় জল সংকটে ভুগছিল ঠিক সেই সময় বিষয়টি নজরে আসতেই সকল সদস্য মিলে পানীয় জলের টিউবওয়েলের বসানোর ব্যবস্থা করে।’ এই সংগঠনকে বিভিন্ন সময় দেখা যায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এমনকী শুধু খানাকুল বলে নয় তাঁরা যেখানের মানুষ অসুবিধার মধ্যে পড়ে সেই জায়গার মানুষের পাশে দাঁড়ায় বলে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ বাতানলের নীলদীঘি জলাশয়কে ঘিরে গড়ে উঠেছে জীব বৈচিত্র পার্ক, আনন্দিত এলাকাবাসী
অন্যদিকে ওই মহিলা বলেন বহুদিন থেকে পানীয় জলের সমস্যা হচ্ছিল ঠিক সেই সময়ই পাশে দাঁড়িয়েছে সোজাগ মঞ্চ। যার কারণে প্রচুর উপকৃত হয়েছি বলে জানান। সোজাগ মঞ্চের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা।
Suvojit Ghosh





