Hooghly News: বাতানলের নীলদীঘি জলাশয়কে ঘিরে গড়ে উঠেছে জীব বৈচিত্র পার্ক, আনন্দিত এলাকাবাসী

Last Updated:

Hooghly News: জলশায়কে ঘিরে গড়ে উঠছে জীব-বৈচিত্র পার্ক। যার মধ্যে অন্যতম বাটারফ্লাই পার্ক। যেখানে ইতিমধ্যেই রঙবাহারি প্রায় ১৪ প্রজাতির প্রজাপতির খেলা দেখা যাচ্ছে।

+
বাতানলের

বাতানলের নীলদীঘি জলাশয়কে ঘিরে গড়ে উঠেছে জীব বৈচিত্র পার্ক

আরামবাগ: আরামবাগের বাতানল পঞ্চায়েতের নারায়ণপুরের নীলাদিঘি নামক জলশায়কে ঘিরে গড়ে উঠছে জীব-বৈচিত্র পার্ক। যার মধ্যে অন্যতম বাটারফ্লাই পার্ক। যেখানে ইতিমধ্যেই রঙবাহারি প্রায় ১৪ প্রজাতির প্রজাপতির খেলা দেখা যাচ্ছে। সম্পূর্ন ভাবে ব্লক প্রশাসনের উদ্যোগে প্রায় তিন বিঘা খাস জায়গার এক বিঘা জুড়ে হয়েছে এই প্রজাপতি পার্ক। নির্মল গ্রাম্য পরিবেশে এই পার্ক গড়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪টি প্রজাতির কয়েক হাজার প্রজাপতি আছে এই পার্কে। বাকি জমির দেড় বিঘায় জাপানি ‘মিয়াওয়াকি’ পদ্ধতিতে জঙ্গল। এর বৈশিষ্ট্য, খুব কম সময়ে, কম জায়গার মধ্যে ঘন জঙ্গল তৈরি হয়। অবশিষ্ট জমিতে বিভিন্ন ফলের বাগান। দিঘির গা ঘেঁষে লাগানো হয়েছে প্রায় ৪০০ নারকেল গাছ। ব্লক প্রশাসনের উদ্যোগে এই কাজ শুরু হয়। স্থানীয় পঞ্চায়েতের নজরদারিতে চলে সুন্দর মনোরম এই পার্ক তৈরির কাজ। বর্তমানে যা যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠছে।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একশো দিনের কাজ প্রকল্পের মাধ্যমে এই প্রোজেক্টের কাজ করা হয়। প্রজাপতির বংশ বৃদ্ধি যাতে হয় সেই অনুযায়ী গুল্ম, উদ্ভিদ লাগানো হয়েছে। লেবু, আকন্দ, রঙ্গন, আমলকি, কুল, আতা, তুলসি, কুলেখাড়া, ডুমুর, তিল ইত্যাদি গাছ-গাছালি লাগানো হয়েছে। আবার মধু সংগ্রহের জন্যেও মাধবীলতা, হাসনুহানা, অপরাজিতা, নয়নতারা, টগর, গাঁদা ইত্যাদি ফুলের চাষও হয়েছে। একটি জলাশয়ও করা হয়েছে, সেখানেও কিছু প্রজাতির প্রজাপতি খাদ্য সংগ্রহ করতে পারবে। পার্ক দেখাশোনার জন্য কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের। সবমিলিয়ে আরামবাগ ব্লকের বাতানলে এই পার্ক তৈরি হওয়ায় বেজায় খুশি এলাকার মানুষ।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাতানলের নীলদীঘি জলাশয়কে ঘিরে গড়ে উঠেছে জীব বৈচিত্র পার্ক, আনন্দিত এলাকাবাসী
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement