TRENDING:

Hooghly News : গঙ্গার পাড়ে ভয়াবহ ভাঙন! কোথায় জানেন? আতঙ্কিত স্থানীয়রা

Last Updated:

ভদ্রেশ্বরে কয়লা ডিপো অঞ্চলে ভয়াবহ নদী পাড়ে ভাঙন। নদী ভাঙনের জেরে তলিয়ে গেছে নদীর গর্ভে বেশ কয়েকটি গাছ সহ মাঠের এক বড় অংশ। গঙ্গার পাশেই রয়েছে বেশ কয়েকটি কলকারখানা ও জনবহুল বস্তি। ভাঙ্গনের জেরে আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ভদ্রেশ্বরে কয়লা ডিপো অঞ্চলে ভয়াবহ নদী পাড়ে ভাঙন। নদী ভাঙনের জেরে তলিয়ে গেছে নদীর গর্ভে বেশ কয়েকটি গাছ সহ মাঠের এক বড় অংশ। গঙ্গার পাশেই রয়েছে বেশ কয়েকটি কলকারখানা ও জনবহুল বস্তি। ভাঙ্গনের জেরে আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি প্রশাসন একটু নজর দিক, না হলে যে কোনও দিন নদীগর্ভে তলিয়ে যাবে তাদের ঘরবাড়ি।
advertisement

গঙ্গার পাড় বরাবর রয়েছে একটি রেল লাইন, সেই রেললাইন ধরেই স্থানীয় কলকারখানার কাঁচামাল সরবরাহ হয় মাল গাড়ি মারফত। গঙ্গা নদীর পাড় ভাঙতে ভাঙতে একেবারে ওই লাইনের কাছে চলে এসেছে কিছু কিছু জায়গায়। নদী ভাঙন নিয়ে প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ না করলে যে কোন দিন নদীগর্ভে তলিয়ে যেতে পারে সেই রেললাইনও। আতঙ্কে দিন গুণছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন- উত্তরপাড়ার আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, নিঃশ্বাস নিতেও সমস্যা, কী ঘটে গেল!

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, যে হারে নদীর পাড় ভাঙতে শুরু করেছে তার পর্যাপ্ত ব্যবস্থা না নিলে কিছুদিনের মধ্যেই বস্তিবাসীর বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাবে। নদী পাড় ভাঙার পর প্রশাসনের লোকেরা এসেছিলেন দেখে গেছেন তবে এখনো পর্যন্ত কোন কাজ শুরু হয়নি। অবিলম্বে যাতে সেদিকে নজর দিক, প্রশাসন এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।

advertisement

View More

আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা! কোনও মতে প্রাণে বাঁচল স্কুল পড়ুয়া ও তার পরিবার

এ বিষয়ে চাঁপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র বলেন, একাধিক অঞ্চলে গঙ্গার ঘাটে ভাঙনের ফলে বিপদজনক অবস্থায় রয়েছে। এমনকি ওই অঞ্চলের বেশ কিছু জায়গা যেখানে গঙ্গা এবং জি টি রোড একদম পাশাপাশি রয়েছে সেই সমস্ত অঞ্চলেও ভাঙন ধরছে। একা রাজ্য সরকারের টাকায় এই সমস্ত কাজ করা সম্ভব নয় যদি কেন্দ্রীয় সরকার সহযোগিতা করে তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News : গঙ্গার পাড়ে ভয়াবহ ভাঙন! কোথায় জানেন? আতঙ্কিত স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল