মলাট প্রতিযোগিতা! আগে দেখেছেন কখন? 

মলাট প্রতিযোগিতা! যার বইয়ের মলাট সবচেয়ে সুন্দর হবে, সেই হবে প্রথম।

এর আগে কেউ কোনদিন মলাট প্রতিযোগিতার কথা শুনেছেন কিনা তা নিয়ে সংশয় আছে। 

তবে এই অভিনব প্রতিযোগিতা ঘিরে বেশ উৎসাহ দেখা গেল ছাত্রছাত্রীদের মধ্যে, দল বেঁধে তারা যোগ দিল এই প্রতিযোগিতায়।

যে যার নিজের মত করে বইয়ের উপর সুদৃশ্য মলাট করে নিয়ে এসে তা জমা দিল স্কুলে।

পশ্চিম মেদিনীপুরের বড়মোহনপুর ভগবতী দেবী শিক্ষা নিকেতন এই মলাট প্রতিযোগিতা আয়োজন করে, তারা এই প্রতিযোগিতার নাম দেয় 'মলাট কথন'

বড়মোহনপুর ভগবতী দেবী শিক্ষা নিকেতন একটি বেসরকারি বাংলা মিডিয়াম স্কুল। 

এই স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা মলাট প্রতিযোগিতায় অংশ নেয়

বর্তমানে সর্বত্র প্রযুক্তির দাপাদাপি, সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমের দাপটে ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশ ভার্চুয়াল জগতেই যেন বুঁদ হয়ে আছে। 

তাদেরকে সেখান থেকে বের করে এনে বাস্তবে ফেরানোটা এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য

তাছাড়া করোনার জন্য গত দু'বছর অনলাইনে পড়াশোনা চলেছে, এর ফলে ছেলেমেয়েরা আরও বেশি অনলাইন নির্ভর হয়ে পড়েছে। ফলে বই, খাতা এগুলোর প্রতি তাদের আকর্ষণ, ভালোলাগা অনেকটাই চলে গিয়েছে

এই পরিস্থিতি বদলে বইয়ের সঙ্গে আবার বন্ধুত্ব গড়ে তুলতে, খাতার প্রতি ছাত্র-ছাত্রীদের টান তৈরি করতেই এমন অভিনব প্রতিযোগিতার পথ বেছে নিয়েছে বড়মোহনপুর ভগবতী দেবী শিক্ষা নিকেতনের শিক্ষকরা

মলাট প্রতিযোগিতা শেষে বইয়ের এই সুদৃশ্য কভারগুলি নিয়ে প্রদর্শনীর আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন