Hooghly News: ভয়াবহ দুর্ঘটনা! কোনও মতে প্রাণে বাঁচল স্কুল পড়ুয়া ও তার পরিবার
- Published by:Sayani Rana
- hyperlocal
Last Updated:
বাড়ির বাচ্চাদের স্কুলে দিতে হওয়ার সময় দুর্ঘটনার কবলে এক পরিবার। এদিন সকালে পোলবার সেঁইয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরি ও একটি প্রাইভেট গাড়ির।
হুগলি: বাড়ির বাচ্চাদের স্কুলে দিতে হওয়ার সময় দুর্ঘটনার কবলে এক পরিবার। এদিন সকালে পোলবার সেঁইয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরি ও একটি প্রাইভেট গাড়ির। গাড়ির মধ্যে ছিল এক খুদে স্কুল পড়ুয়া ও তার পরিবারের লোক জন। ঘটনায় আহত ওই পরিবারকে ভর্তি করা হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। লরির চালক ঘটনার পর থেকে ফেরার।
স্থানীয় সূত্রে খবর, আলিনগর থেকে মারুতি গাড়ি করে মেয়েকে হারিটের বিবেকানন্দ স্কুলে নিয়ে যাচ্ছিলেন সেখ সুরজ। গাড়িতে তার চার বছরের মেয়ে সিরিন ও স্ত্রী পিঙ্কি ছিলেন। কেদারনগর পেরিয়ে সেঁইয়ার আগে কামারপাড়ায় চুঁচুড়া তারকেশ্বর রোডের উপর বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মারুতির মুখে। ট্রাক আর মারুতি রাস্তা থেকে কলা বাগানে নেমে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার পরে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
advertisement
advertisement
সেখ সুরজ জানান, মেয়েকে গাড়ি করে তিনিই স্কুলে দিয়ে আসেন।আজও যাচ্ছিলন স্ত্রী ও মেয়েকে নিয়ে।হঠাৎ করে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে।তিনি বাঁদিক দিয়ে যাচ্ছিলেন।স্থানীয়রা জানান,দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।এই এলাকায় রাস্তায় গর্ত থাকায় এর আগেও দূর্ঘটনা ঘটেছে।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 9:47 AM IST