TRENDING:

Hooghly News: হুইলচেয়ারে মাস্টারমশাই! কেন গরীব ছাত্রছাত্রীদের ত্রাতা প্রবীর? জানুন

Last Updated:

গোঘাটের চাতরা এলাকার গৃহ শিক্ষক প্রতিবন্ধী থাকলেও দীর্ঘদিন ধরে পঠন-পাঠন করাচ্ছেন খুদে পড়ুয়ারাদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: জন্মগত শারীরিক সমস্যা থাকলেও ছোট থেকেই পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ। সেই আগ্রহে শিক্ষকতা পেশা বেছে নেওয়া। নিজে হাঁটা চলা করতে অক্ষম তাও হুইল চেয়ারে বসেই চলে পড়ানো। হুগলির গোঘাটের চাতরা এলাকার গৃহ শিক্ষকপ্রবীর পাল দীর্ঘদিন ধরে পঠন-পাঠন করাচ্ছেন ছোট ছোট খুদে পড়ুয়ারাদের। এই প্রবীর পালের নাম হয়তো আরামবাগ মহকুমা জুড়ে সকলেই জানে। প্রায় ২৫ বছরের নিজের বাড়িতে এলাকায় ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছেন পাশাপাশি সরকারি স্কুলে শিক্ষক না হলেও বিনা পারিশ্রমিকে পঠন পাঠন করাচ্ছেন চাতরা প্রাথমিক বিদ্যালয়ে।
advertisement

প্রবীরবাবু সেভাবে হাঁটাচলা করতে না পারলেও গ্রামের ছেলে মেয়েদের পঠন পাঠন করিয়ে লক্ষ্যে পৌঁছানায় তার কাজ। জানা যায় এলাকার গরিব দুঃস্থ ছেলেমেয়েদেরও টিউশন পড়ালেও তাদের কাছে ন্যূনতম টাকা পর্যন্ত নেন না। কিন্তু যাদের বাড়িতে আর্থিক অবস্থা ভালো প্রবীরবাবুর সংসার চালানোর জন্য ‌যেটুকু প্রয়োজন সেটুকুই টাকা নেন ।

advertisement

তার শিক্ষকতা এতটা জনপ্রিয় নিত্যদিন স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রবীর বাবুকে ট্রাই সাইকেল এর চাপিয়ে নিয়ে যায় তাদের স্কুলে শিক্ষকতা করার জন্য। তার এই শিক্ষাব্রতেমুগ্ধ গ্রামের মানুষজন। চাতরা গ্রামের গর্ব তিনি।

View More

এই বিষয়ে প্রবীরবাবু জানান, দীর্ঘ কয়েক বছর যাবত এভাবেই ছাত্রছাত্রীদের পঠন -পাঠান করিয়ে আসছে। তিনি মনে করেন ছাত্ররা হচ্ছে দেবতা আর শিক্ষাঙ্গন মন্দির। যদি মন্দিরে দেবতারপুজোঠিক ভাবে করি তাহলে হয়তো একদিন না একদিন তাঁর এই লক্ষ্যে পৌছাবো পারবেন।

advertisement

আরও পড়ুন: অবৈধ ভাবেই চলছে এই কাজ! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ বাসিন্দাদের

স্থানীয় এক ব্যক্তি জানায় ধারাবাহিকভাবে প্রবীরবাবুর প্রথম থেকেই লক্ষ্য ছিল এলাকার গরিব ছেলে মেয়েদের কিভাবে জীবনে উন্নতি করবে সে নিয়ে তার একটা রিসার্চ করা তার হচ্ছে কাজ। বিশেষ ভাবে সক্ষম হয়েও সব কাজ সাবলীল ভাবেচালিয়ে যাওয়াই একটা নজির বিহীন ঘটনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হুইলচেয়ারে মাস্টারমশাই! কেন গরীব ছাত্রছাত্রীদের ত্রাতা প্রবীর? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল