TRENDING:

Hooghly News: রোগীদের সুস্থ করতে এসে অসুস্থ হয়ে পড়ছেন পরিবারের লোকজন!

Last Updated:

হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের মধ্যেই ধরা পরল অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি:  হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের ভিড় হয় রোগী পরিষেবা পেতে। কিন্তু সেই হাসপাতালের মধ্যেই ধরা পড়ল অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র। ডাক্তারি সরঞ্জাম থেকে চিকিৎসার অপ্রয়োজনীয় ব্যবহৃত জিনিস, সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের পুরাতন ফার্নিচার৷ কার্যত বলা চলে ডাস্টবিনে পরিণত হয়েছে হাসপাতালের এক অংশ।
advertisement

হাসপাতালের ইমারজেন্সি ডিপার্টমেন্টের সামনে রয়েছে রোগীর পরিবারদের বসার জায়গা। আর তার ঠিক পাশেই হাসপাতালের বর্জ্যের স্তুপ জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে এমনটাই অভিযোগ রোগীর পরিবারের লোকজনদের। তাদের অভিযোগ, দুর্গন্ধ ও মশা মাছির উপদ্রবে ওই জায়গায় টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।

advertisement

হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগীর পরিবারের সদস্য বলেন, ওয়েস্ট মেটিরিয়াল বা বর্জ্যপদার্থ ফেলার জন্য হাসপাতালের নির্ধারিত জায়গা থাকা উচিত। যত্রতত্র ফেলে দেওয়ার ফলে কার্যত ডাস্টবিনে পরিণত হচ্ছে হাসপাতালের ইমার্জেন্সির সামনের অংশ। সন্ধ্যে নামলেই মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে ওঠেন সকলে। হাসপাতালের ভেতরে রোগীদের জন্য যতটা পরিষ্কার ব্যবস্থা থাকে। তার বাইরেটাও ততটাই পরিষ্কার রাখতে হয় না হলে  রোগীকে সুস্থ করতে এসে নতুন করে অসুস্থ হয়ে পড়তে পারে রোগীর পরিবারের লোকজন।

advertisement

View More

আরও পড়ুন: এই বিশেষ ধরনের বাসের দেখা মিলবে আরামবাগে রাস্তায়! উদ্বোধনে পরিবহন মন্ত্রী

এই বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার পার্থ ত্রিপাঠি তিনি মেনে নেন রোগীর পরিবারের অভিযোগের কথা। তিনি বলেন, একটি টেন্ডার করে সেখান থেকে ওই ময়লা আবর্জনা সরানোর ব্যবস্থাপনা করা হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে। সেই কাজ চলছিল তবে টেন্ডার পাওয়া ওই সংস্থার কিছু সমস্যার কারণে কাজ বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে ওই জায়গা পরিষ্কার করার জন্য হাসপাতালের মর্গের পিছনে একটি পরিতক্ত জায়গায় সমস্ত আবর্জনা ফেলার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী এক দেড় মাসের মধ্যে ওই জায়গা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে এবং সেখানে নতুন করে বৃক্ষরোপণ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রোগীদের সুস্থ করতে এসে অসুস্থ হয়ে পড়ছেন পরিবারের লোকজন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল