Hooghly News: এই বিশেষ ধরনের বাসের দেখা মিলবে আরামবাগে রাস্তায়! উদ্বোধনে পরিবহন মন্ত্রী

Last Updated:

আরামবাগে সূচনা হল CNG চালিত পরিবেশবান্ধব SBSTC বাস পরিষেবা এবং পাম্প৷ সূচনা করলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

+
এই

এই বিশেষ ধরনের বাসের দেখা মিলবে আরামবাগে রাস্তায়! উদ্বোধনে পরিবহন মন্ত্রী

আরামবাগ: আরামবাগে কম্প্রেশড ন্যাচারাল গ্যাস পাম্পের সূচনা করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।পাশাপাশি এদিন আরামবাগ থেকে সিএনজি গ্যাস চালিত পাঁচটি এসবিএসটিসি বাস পরিষেবারও সূচনা হয়। এর ফলে এখন থেকে আরামবাগবাসি পরিবেশবান্ধব বাসে যাতায়াত করতে পারবে।
বহুদিন থেকে গ্যাস চালিত বাস ছিল না আরামবাগ মহকুমা জুড়ে।তাই এবার ফিতে কেটে এসবিএসটির বাস সূচনা করলেন  মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই বিষয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন,  দীর্ঘদিন ধরে মহকুমায় বাস ছিল না৷ এবার চালু হল সিএনজি গ্যাস চালিত বাস৷ রাজ্য সরকারের উদ্যোগের বিভিন্ন জায়গার মতো এবার এই এলাকাতেও শুরু হল পরিবেশবান্ধব বাসের পরিষেবা৷
advertisement
advertisement
পরিবেশবান্ধব বাস আনার ক্ষেত্রে যে উদ্যোগ নিয়েছে সেটা আরও সম্প্রসারিত হোক। জানা যায় প্রায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৫ টি সিএনজি গ্যাস পরিচালিত বাস চালু হচ্ছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিধায়ক সীতানাথ ঘোষ, এস বি এস টি সি বোর্ডের সদস্য মানস মজুমদার, পৌরপ্রধান সমীর ভান্ডারীসহ বিশিষ্টরা।
advertisement
Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: এই বিশেষ ধরনের বাসের দেখা মিলবে আরামবাগে রাস্তায়! উদ্বোধনে পরিবহন মন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement