এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য দশমীর দিন ছেলেরা মেয়েদের মতো শাড়ি পরে এসে মাকে বরণ করেন। ছেলেদের মেয়ে সেজে আসা এই প্রথাকে দেখতে ভিড় জমান বহু মানুষ। কেন ছেলেরা মেয়ে সেজে এসে বরণ করেন মাকে তার পিছনে রয়েছে ইতিহাস।
আরও পড়ুনঃ লালগোলায় মর্মান্তিক ঘটনা! ৩ জনের মৃত্যু, কারণ শুনলে আঁতকে উঠবেন
advertisement
চন্দননগর ফরাসি অধ্যুসিত এলাকা ছিল। সেই সময় বাড়ির মেয়েদের বাইরে আসতে দেওয়া হত না ভয়ে। সেই কারণে মহিলাদের পরিবর্তে বাড়ির ছেলেরা আসত পুজোর সব কাজ করতে। সেই প্রথা মত তারা মাকে দশমীর দিন বরণ ও করতেন। সেই প্রথা আজও চলে আসছে। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতি বছর এই বরণ করার জন্য ছেলেদের লাইন পরে। সবার মধ্যে থেকে কিছু জনকে বেছে নেওয়া হয় এই বরণ করার জন্য। বহু মানুষের ঢল নামে পুজো উপলক্ষে। পুজো দেখেতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। বুড়িমা স্থানীয়দের কাছে খুবই জাগ্রত।
রাহী হালদার






