TRENDING:

Hooghly News: ১৫ বছর ধরে অন্ধকারে বাস! বিরোধী দলের কর্মীর বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা প্রাক্তন তৃণমূল বিধায়কের

Last Updated:

দীর্ঘ দেড় দশক পর বাড়িতে আলো জ্বলতে, পাখা ঘুরতে দেখলেন তরুণ চোংদার ও তাঁর পরিবার। এই অসাধ্য সাধনে মুখ্য ভূমিকা নিলেন এলাকার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: প্রাক্তন বিধায়কের চেষ্টায় ১৫ বছর পর বিদ্যুৎ সং‌যোগ পৌঁছল বাড়িতে। গোঘাটের বায়ুগ্রাম এলাকার ঘটনা। দীর্ঘ দেড় দশক পর বাড়িতে আলো জ্বলতে, পাখা ঘুরতে দেখলেন তরুণ চোংদার ও তাঁর পরিবার। এই অসাধ্য সাধনে মুখ্য ভূমিকা নিলেন এলাকার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার।
advertisement

আরও পড়ুন: শ্রীচৈতন্য দই-চিঁড়ে খাওয়ানোর শাস্তি দিয়েছিলেন জমিদার পুত্রকে, সেই শুরু পানিহাটির দণ্ড মহোৎসবের… তবে গরমের ধাক্কায় কমলো পুণ্যার্থী

তরুণ চোংদার জানান, বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য অসংখ্যবার বিদ্যুৎ দফতরের অফিসে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এর‌ই মাঝে ২০১৩ সালে তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য এলাকায় বিদ্যুতের পোস্ট বা খুঁটি পোঁতার কাজ শুরু হয়েছিল। কিন্তু এক প্রতিবেশীর আপত্তিতে তা থেমে যায়। এরপর গত ১০ বছরে আর কোন‌ও উদ্যোগ দেখা যায়নি প্রশাসনের তরফ থেকে। মাসখানেক আগে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে ওই এলাকায় গিয়েছিলেন হুগলি জেলার গোঘাট কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি তরুণবাবুদের বাড়িতে ঢুকে কথা বলতে গিয়ে জানতে পারেন গত ১৫ বছর ধরে আলো জ্বলে না ওই পরিবারে!

advertisement

এরপরই তরুণ চোংদারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেন মানস মজুমদার। অবশেষে তাঁর সেই প্রচেষ্টায় ফল হল। দেড় দশক পর আলো জ্বলে উঠল চোংদার পরিবারে। বিরোধী রাজনৈতিক দল করলেও তৃণমূলের প্রাক্তন বিধায়কের উদ্যোগে বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়ে খুশি তরুনবাবু। তিনি মানস মজুমদারকে ধন্যবাদ জানিয়েছেন।

View More

advertisement

এদিকে প্রাক্তন বিধায়ক মানসবাবু জানান, দীর্ঘ ১৫ বছর ওই বাড়িতে বিদ্যুৎ ছিল না। সেকথা জানতে পেরেই উদ্যোগ নিই। তরুণ চোংদারের অভিযোগ ছিল, তিনি বিরোধী রাজনৈতিক দল করেন বলে বাড়িতে আলো জ্বলে না। কিন্তু অন্য দল করে বলে বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকবে না এটা চলতে পারে না। তাই বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলে ওনাদের বাড়িতে আবার আলো-পাখা জ্বলার ব্যবস্থা করে দিলাম। এই গরমে কেউ কষ্টে থাকবে তা হতে পারে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ১৫ বছর ধরে অন্ধকারে বাস! বিরোধী দলের কর্মীর বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা প্রাক্তন তৃণমূল বিধায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল