আরও পড়ুন: বামপন্থার লড়াইয়ে কাটিয়েছেন আজীবন, এখনও লাল নিশানের আশায় ৭১ বছরের এই কমরেড
এই বিষয়ে গ্রামের মহিলা চায়না সাঁতরা জানান অনেকদিন আগেই প্রশাসন সজল ধারা প্রকল্পের ট্যাপ বসানো হয়েছে। কিন্তু পানীয় জল আনতে গেলেও জল পাচ্ছে না। জলের সমস্যার ফলে জল কষ্টে ভুগতে হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে সমস্যা পড়তে হচ্ছে। এমনকি বাড়িতে কাজকর্ম জন্য বহু দূর দুরান্ত থেকে জল আনার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বারবার বিষয়টি নিয়ে পঞ্চায়েত থেকে ব্লকে অভিযোগ জানালেও কোন কাজের কাজ হয়নি। প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। তারা সকলেই চান দ্রুত এই ট্যাপের মাধ্যমে জলের পরিষেবা দেওয়া হোক।
advertisement
আরও পড়ুন: ট্রাক্টর কিনলে অর্ধেক টাকা দেবে সরকার! এইভাবে আবেদন করুন
যদিও এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের বক্তব্য জলের যে সমস্যা তা ওই গ্রামেই রয়েছে শুধু তাই নয় বহু জায়গাতেই পানীয় জলের পরিষেবার সমস্যা। ওই এলাকার সজল ধারাটি খুবই পুরাতন। দ্রুত সমস্যা সমাধান করবেন আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের।তাহলে এখানেই প্রশ্ন উঠছে এতদিন ধরে কেন প্রশাসন পরিষেবা দিল না। আদেও কি পানীয় জলের সমস্যা সমাধান মিটবে গ্রামবাসীদের সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
Suvojit Ghosh