আরও পড়ুন: নেক্সট বিতর্কে তোলপাড় চিকিৎসা জগত, কিন্তু পড়ুয়ারা কী বলছে? ডাক্তার হওয়ার পথটা কতটা বদলে গেল?
হুগলি জেলাজুড়ে বহু কৃষক তিল চাষ করেন। এতে তাঁদের ভালোই লাভ হয়। আরামবাগ মহকুমায় প্রতিবছর প্রচুর তিল চাষ হয়। এইবছরও তাই হয়েছে। বিঘার পর বিঘা জমিতে তিল লাগানো হয়েছে। অনুকূল পরিবেশ পেয়ে ফলনও ভালো হয়েছে। এতে বেশ ভালোই আয় হয়েছে কৃষকদের। ফলে তাঁরা অত্যন্ত খুশি। আর এখানেই কাহানি মে টুইস্ট। উৎপাদিত তিল বেশি লাভে বাইরে বিক্রি করার সুযোগ থাকায় তা থেকে তেল উৎপন্ন করে বাড়িতে রান্না করা ছেড়ে দিয়েছেন এখানকার কৃষকরা।
advertisement
উল্লেখ্য, আলু তোলার পর জমিতে তিল লাগান বেশিরভাগ কৃষক। বেশি লাভ হওয়ায় আগের থেকে তিন উৎপাদন বেড়েছে। আবহাওয়ার খামখেয়ালিপোনায় আলু চাষে ক্ষতি হলেও তিল চাষে তেমন সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন কৃষকরা। তিল চাষের জন্য এক বিঘা জমিতে প্রায় ৩-৪ হাজার টাকা খরচ করতে হয়। উৎপন্ন তিল আট হাজার টাকা প্রতি কুইন্টাল দরে বাজারে বিক্রি হয়। ফলে বাড়িতে ব্যবহার করে এই আয়ের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কৃষকরা।
শুভজিৎ ঘোষ