TRENDING:

Durga Puja 2022 : রেড রোডের মতো পুজোর কার্নিভালে জমজমাট হুগলি

Last Updated:

দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর থেকে এই বছর বিশেষ আয়োজন দুর্গা পুজোর। রেড রোডের মতো করে পুজোর কার্নিভাল এবার হল জেলা জুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর থেকে এই বছর বিশেষ উদযাপন দুর্গা পুজোর। রেড রোডের মতো করে পুজোর কার্নিভাল এবার হল জেলা জুড়ে। সেই মতো হুগলি জেলার চুঁচুড়ায় ও আয়োজিত হল এই দুর্গাপুজোর কার্নিভাল। মোট ২২ টি পুজো কমিটি অংশ নেয় এই কার্নিভালে। হুগলির কারবালা মোড় থেকে শুরু করে চুঁচুড়া অন্নপূর্ণা ঘাট অবধি যায় কার্নিভালে অংশ গ্রহণ করার পুজো কমিটি গুলি।
advertisement

আরও পড়ুন Durga Puja Carnival 2022: বীরভূমে হইচই! দুর্গাপুজোর প্রথম কার্নিভালে উপচে পড়া ভিড়

শনিবার বিকাল পাঁচটায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এই কার্নিভালের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দিপাপ্রিয়ে, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি যাভালগি, বিধায়ক, জন প্রতিনিধি, সহ পুলিশ প্রশাসনের কর্তারা। কারবালা মোড়ে সবুজ সংকেত দিয়ে কার্নিভালের শুভ সূচনা হয়। ভগবতী ডাঙার একটি মহিলা পরিচালিত পুজো কার্নিভালের শুরুতে অংশ নেয়। এর পর একে একে ২২ টি পুজো কমিটি কার্নিভালে তাদের ট্যাবলো বর্ন্যাট্য শোভা যাত্রা করে অন্নপূর্ণা ঘাটের দিকে এগোতে থাকে প্রতিমা বিসর্জনের জন্য ।

advertisement

এই কার্নিভালের মোট ৩ কিলোমিটার রাস্তা দিয়ে শোভা যাত্রা নিয়ে যাওয়া হয় পুজো কমিটিগুলোর। কারবালা মোড় থেকে বিবেকানন্দ রোড ধরে পিপুলপাতি বকুলতলা ঘাট হয়ে স্ট্রান্ড রোড ধরে গঙ্গার পর বরাবর চলে শোভা যাত্রা।

View More

আরও পড়ুন Birbhum News : ত্রয়োদশিতে লাল বাবার ৫১ কুমারী পুজো, জমজমাট কঙ্কালীতলা

কার্নিভালের জন্য উৎসব প্রিয় বাঙালি স্বভাবতই খুশি। দশমীর দুই দিন পরে হল জেলায় কার্নিভাল, যার জন্য বাড়তি আনন্দ হুগলির বাসিন্দাদের। দু দিন বাড়তি পুজোর আনন্দ তার ওপর কার্নিভাল, সব মিলিয়ে উৎসব মুখর বাঙালির বাঁধ ভাঙা আনন্দ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Durga Puja 2022 : রেড রোডের মতো পুজোর কার্নিভালে জমজমাট হুগলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল