গ্রামবাসীরা জানান, ‘‘প্রথম থেকেই গ্রামে দুর্গাপুজো শুরু হয়নি কিন্তু অন্যান্য গ্রামে বা শহরে বাঙালির প্রিয় পুজোয় আনন্দে মাতোয়ারা হয়ে উঠত সকলেই। বার বার চেষ্টা করা হলেও আর্থিক দিক থেকে এবং নানা কারণের জন্য শুরু করা যায়নি পুজো। এবার গ্রামের বসবাসকারী প্রত্যেককে নিয়ে এক জোট হয়। বাসিন্দাদের সকলের ইচ্ছাতে গ্রামের মধ্যে শুরু হবে। এদিন আনন্দের সহিত মাটি উত্তোলনের কাজ শুরু করা হয়েছে।
advertisement
অন্যদিকে আর এক ব্যক্তি জানিয়েছেন প্রতি বছরই বাঙালির দুর্গাপুজো মানেই আনন্দের উৎসব। প্রতিটি জায়গাটি পুজো হলেও গ্রামের মধ্যে না হওয়ার কারণে মন খারাপ হয়ে থাকতো প্রত্যেক মানুষের। বেশিরভাগ মহিলারা আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারত না এবার একজোট হয়ে পুজো শুরু হওয়ায় বেজায় খুশি।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 1:57 PM IST





