TRENDING:

Hooghly News: অসময়ে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি আলু চাষের! চোখে জল কৃষকদের  

Last Updated:

আলু চাষের শুরুতেই নিম্নচাপ। আর তার জেরে হওয়া বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: আলু চাষের শুরুতেই নিম্নচাপ। আর তার জেরে হওয়া বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। আলু উৎপাদনে রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে হুগলি জেলা। জেলার ৯০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব হুগলি জেলাতেও যথেষ্ট পড়েছে। আর তার ফলে এবছর আলু চাষের গোড়াতেই ব্যাপক ক্ষতি হয়েছে।
advertisement

ফলে এবছর আলু উৎপাদন কতটা হবে তা নিয়ে সংশয়ে জেলার চাষিরা। সারা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আলু চাষ হয় হুগলি জেলায়। হুগলির কম-বেশি সব ব্লকেই আলু চাষ হয়। বিশেষত গোঘাট,তারকেশ্বর, পুরশুড়া, সিঙ্গুর, হরিপাল ও ধনিয়াখালি ব্লকে অত্যন্ত উৎকৃষ্ট মানের আলু তৈরি হয়। সারা রাজ্যের মানুষ এই জেলার উৎকৃষ্ট মানের আলু খান। ফলে এই জেলার আলু চাষের ক্ষতি হওয়ায় সমগ্র রাজ্যবাসীর যে চরম ক্ষতি হল তা বলা বাহুল্য।

advertisement

আরও পড়ুন: পাটুলিতে জলের মিটার চুরি! ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা কথা জানালেন মেয়র

এদিকে, আবার নতুন করে আলু বপন করতে সময় লাগবে অন্তত ১৫ দিন। অর্থাৎ আলু চাষের জমির ক্ষেত্রে যেমন সময় কমবে, তেমনই কমবে আলুর ফলন। এর ফলে আগামী দিনে আলুর বাজারে জোগান কমবে। এ বছর ধানের উৎপাদন যেভাবে কমেছে, তেমনই আলুর উৎপাদনও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে আগামী দিনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও যে ব্যাপক প্রভাব পড়বে।

advertisement

View More

আরও পড়ুন: বিদ্যালয়ে ৫ জন শিক্ষক, কিন্তু শিক্ষার্থী নেই একটিও, উত্তরপ্রদেশের ঘটনায় স্তম্ভিত দেশ

আলু চাষিরা জানাচ্ছেন, এ বছর এমনিতেই দেরিতে শুরু হয়েছে আলু চাষ। যেখানে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সমস্ত জমিতে আলু বসানো সম্পন্ন হয়ে যায়, সেখানে এবছর এখনও পর্যন্ত মাত্র ৩০ শতাংশ জমিতে আলু বসানো সম্পন্ন হয়েছে। আবার যে সব জমিতে ইতিমধ্যেই আলু বসানো হয়ে গিয়েছে, বৃষ্টির ফলে আলু বীজ পচে নষ্ট হতে পারে বলে আশঙ্কিত চাষিরা।

advertisement

অন্যদিকে, আলু চাষের জন্য যে সব জমিতে এখনও আলুর বপন হয়নি, অথচ জমি ইতিমধ্যে চাষ যোগ্য করা হয়েছে, সেই সমস্ত জমিও টানা বৃষ্টির ফলে কাদায় ভরে  গিয়েছে। ফলে সেই জমি পুনরায় তৈরি না করে আলু চাষ করা সম্ভব হবে না। যে সব জমিতে বীজ বসানো হয়ে গিয়েছে, তাতে যেমন নতুন করে খরচ করে চাষীদের আলু বীজ বসাতে হবে, তেমনই আবার সার প্রয়োগ করে পুনরায় খরচ করে চাষীদের জমি তৈরি করতে হবে। ফলে চাষিরা এত খরচ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: অসময়ে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি আলু চাষের! চোখে জল কৃষকদের  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল