Kolkata News: পাটুলিতে জলের মিটার চুরি! ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা কথা জানালেন মেয়র
- Written by:BISWAJIT SAHA
- Published by:Sayani Rana
Last Updated:
কলকাতা পুরসভার বিশেষ প্রজেক্টে পরীক্ষামূলক ভাবে এই জলের মিটার বসানোর কাজ করেছিল কেইআইআইপি। সম্প্রতি সেই মিটার চুরিই চিন্তার কারণ পুরসভার। সব শুনে মেয়রের ভাবনা বদলে দেওয়া হবে মিটারের ডিজাইন।
পাটুলি: জলের মিটার চুরি! অবাক হচ্ছেন? পাটুলিতে প্রায়ই ঘটছে এই ঘটনা। বেমালুম চুরি হয়ে যাচ্ছে পানীয় জলের মিটার। কলকাতা পুরসভার বিশেষ প্রজেক্টে পরীক্ষামূলক ভাবে এই জলের মিটার বসানোর কাজ করেছিল কেইআইআইপি। সম্প্রতি সেই মিটার চুরিই চিন্তার কারণ পুরসভার। সব শুনে মেয়রের ভাবনা বদলে দেওয়া হবে মিটারের ডিজাইন।
শনিবার ৯ ডিসেম্বর ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে পানীয় জলের মিটার চুরির অভিযোগ নিয়ে আসা হয়। পাটুলির এক বাসিন্দা ফোন করে মেয়রকে এই ঘটনা জানান। অভিযোগ পেয়েই পানীয় জল সরবরাহ বিভাগ আধিকারিকদের বিষয়টি দেখতে বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
advertisement
advertisement
আগের তুলনায় জল সংকট অনেকটা কমলেও কলকাতা শহরে পানীয় জল সরবরাহ নিয়ে নানান অভিযোগ ওঠে। একদিকে কলকাতার বিভিন্ন এলাকায় পরিশ্রুত পানীয় জল সংকট। অন্যদিকে, একাধিক ওয়ার্ডে পানীয় জলের অপচয়। পানীয় জলের অপচয় রুখতে পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছিল ওয়াটার লস ম্যানেজমেন্ট।
advertisement
এই সমস্যা লাগাম দেওয়ার জন্যই কলকাতায় শুরু করা হয়েছিল এই ম্যানেজমেন্ট। কলকাতার টালা ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় শুরু হয় এই প্রকল্প। পরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা প্রায় দশটির বেশি ওয়ার্ড এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা প্রায় ১০ থেকে ১৫ টি ওয়ার্ডে। ওয়াটার লস ম্যানেজমেন্টে বাড়িতে বাড়িতে পানীয় জল সরবরাহের লাইনে লাগানো হয় ওয়াটার মিটার।
advertisement
তবে সম্প্রতি পাটুলি, বৈষ্ণবঘাটা টাউনশিপ এলাকায় শুরু হয় চুরির ঘটনা।বৈষ্ণবঘাটা টাউনশিপে প্রায় শতাধিক বাড়ির ওয়াটার মিটার চুরি হয়ে যায়। যা নিয়ে তৈরি হয়েছে শোরগোল।
নভেম্বর মাস থেকে এই চুরির ঘটনা নজরে আসে। নাগরিকরা পাটুলি থানায় অভিযোগও দায়ের করেন। কলকাতা পুরসভাকেও বিষয়টি জানানো হয়। পুরসভারর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে মিটার লাগাতে হবে। নতুন করে মিটার বসানোর প্রক্রিয়া শেষ করতে লাগতে পারে এক বছর। এই জলের মিটার চুরির ধাক্কায় জেরবার কেইআইআইপির এই প্রকল্পের আধিকারিকরা। মিটার চুরি এই প্রকল্পের ক্ষেত্রে একটা বড় ধাক্কা।
advertisement
যদিও মেয়র ফিরহাদ হাকিম এদিন সাংবাদিকদের জানান, শহর জুড়ে সব ওয়ার্ডেই বসবে পানীয় জলের মিটার। প্রয়োজনে মিটার চুরি রুখতে বদলে দেওয়া হবে ডিজাইন। যেভাবে জলের অপচয় হয়, তা রুখতে পারলে কলকাতায় পানীয় জলের অভাব থাকবে না বলেও জানান মেয়র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 10, 2023 9:54 AM IST







