TRENDING:

Hooghly News: সারমেয়দের গলায় মালা পরিয়ে পুজো করে হুগলির চন্দননগরে পালন হল কুকুর তিহার উৎসব

Last Updated:

Hooghly News: কুকুরদের গলায় মালা পরিয়ে তাদের ফুল দিয়ে পুজো করা হয়। ঠিক সেভাবেই হুগলির চন্দননগরে দেখা গেল পথ কুকুরদের পুজো দিতে।কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা দিয়ে তিহার শেষ হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: নেপালের উৎসব কুকুর তিহার পালন হচ্ছে হুগলি চন্দননগরে। মূলত মৃত্যুর দেবতার যমরাজকে সন্তুষ্ট করার জন্য নেপাল উত্তরাখণ্ড, সিকিম এই সমস্ত এলাকায় পালন করা হয় এই কুকুর তিহার উৎসব। এই উৎসবে কুকুরদের গলায় মালা পরিয়ে তাদের ফুল দিয়ে পুজো করা হয়। ঠিক সেভাবেই হুগলির চন্দননগরে দেখা গেল পথ কুকুরদের পুজো দিতে।কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা দিয়ে তিহার শেষ হয়। এই বছর ১১নভেম্বর পালিতকুকুর তিহার। এই দিন মানুষ তার শ্রেষ্ঠ বন্ধু কুকুরের পুজো করে। সে পথের কুকুরই হোক বা পোষ্য কুকুর।
advertisement

কপালে আবিরের টিকা, গলায় গাঁদা ফুলের মালা দিয়ে তাদের পুজো করা হয়। শাস্ত্র অনুযায়ী, কুকুর যমরাজের দূত এবং অপরদিকে শিবের আর এক রূপ কালভৈরবের বাহন। চন্দননগরের দম্পতি সঞ্চিতা পাল ও পিকাসো পাল স্থানীয় পশুপ্রেমী হিসাবে পরিচিত। শনিবার সকালে তাদের দেখা গেল রাস্তার কুকুর দের গলায় মালা পরিয়ে ফুল দিয়ে পুজো করতে। একই সঙ্গে এই দিনের জন্য তাদের বিশেষ খাওয়া দাওয়ার ও ব্যবস্থা করেছিলেন তাঁরা। ৭ কেজি চালের ভাত ও তিন কেজি মাংস রান্না করে এই দিন খাওয়ানো হয় সমস্ত পথ কুকুরদের। এই বিষয়ে সঞ্চিতা পাল তিনি জানান, মূলত এই কুকুর তিহার উৎসবের আয়োজন করা হয় উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলগুলিতে। কিন্তু তারা এই কুকুর পুজো করছেন তার বিশেষ কারণ জনগণ কে সচেতন করার জন্য।

advertisement

আরও পড়ুন: দুই মেয়ে মুম্বাইয়ে, ফ্ল্যাটের জানলায় আটকে পড়লেন একাকী বৃদ্ধা! সাতসকালে শ্রীরামপুরে হুলস্থুল

আরও পড়ুন: নজরুলগীতি বিকৃতির অভিযোগে বিপাকে রহমান! এবার নিন্দায় ফেটে পড়লেন চুরুলিয়াবাসী

View More

দীপাবলীর সময় দেখা যায় বহু মানুষ মজার ছলে কুকুর দের উপর অত্যাচার করে। দেখা যায় কুকুরের লেজে কালি পটকা বেঁধে জ্বালাতে। কখনও কুকুরের গায়ে চকলেট বোম ফাটানো। এই সমস্ত কারণে অনেক পথ কুকুরদের প্রাণও চলে যায় অনেক আবার অসুস্থ হয়ে পড়ে। কুকুরদের পুজো করার মধ্য দিয়ে তিনি এই বার্তা দিতে চাইছেন যাতে এই দীপাবলিতে কোন পথ কুকুর কে কোনো মানুষ আহত না করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সারমেয়দের গলায় মালা পরিয়ে পুজো করে হুগলির চন্দননগরে পালন হল কুকুর তিহার উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল