দুই মেয়ে মুম্বইয়ে, ফ্ল্যাটের জানলায় আটকে পড়লেন একাকী বৃদ্ধা! সাতসকালে শ্রীরামপুরে হুলস্থুল

Last Updated:

বৃদ্ধার প্রতিবেশীরা জানিয়েছেন, মধুশ্রীদেবীর দুই মেয়েই মুম্বাইতে থাকেন৷ ফলে সময়ে অসময়ে তাঁরাই মধুশ্রীদেবীর পাশে থাকেন৷

এভাবেই জানলার কাচে আটকে ছিলেন মধুশ্রী গঙ্গোপাধ্যায়৷
এভাবেই জানলার কাচে আটকে ছিলেন মধুশ্রী গঙ্গোপাধ্যায়৷
রানা কর্মকার, হুগলি: ছেলেমেয়েরা বিদেশ অথবা অন্য রাজ্যে থাকায় বহু প্রবীণ নাগরিককেই একা থাকতে হয়। একাকী এমন বৃদ্ধ-বৃদ্ধাদের কী ধরনের অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে হয়, তার প্রমাণ মিলল হুগলির শ্রীরামপুরে। বাড়ির জানলার কাচ পরিষ্কার করতে গিয়ে জানলার ভিতরেই আটকা পড়ে গেলেন বৃদ্ধা। শেষ পর্যন্ত দমকল এসে দরজা ভেঙে ওই বৃদ্ধাকে উদ্ধার করে।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। স্থানীয় কোম্পানি পুকুর এলাকায় একটি আবাসনের চার তলায় একাই থাকেন মধুশ্রী গঙ্গোপাধ্যায় (৭২) নামে ওই বৃদ্ধা৷ দীপাবলির আগে এ দিন সকালে ফ্ল্যাট পরিষ্কার করছিলেন তিনি৷ তখনই জানলার কাচ পরিষ্কার করতে গিয়ে বাঁধে বিপত্তি৷
advertisement
advertisement
বক্স জানলার উপরে বসে কাচ পরিষ্কার করছিলেন তিনি৷ সেই সময় স্লাইডিং জানলার কাচ কোনওভাবে বাইরে থেকে লক হয়ে যায়৷ ফলে ভিতরেই আটকা পড়ে যান ওই বৃদ্ধা৷ শেষ পর্যন্ত চেঁচিয়ে প্রতিবেশীদের থেকে সাহায্য চান তিনি৷ প্রতিবেশীরাই তখন দমকলে খবর দেন৷
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা৷ যদিও ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রথমে বৃদ্ধার ফ্ল্যাটে ঢুকতে পারেননি দমকল কর্মীরা৷ শেষ পর্যন্ত ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে দমকলকর্মীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করেন৷
advertisement
বৃদ্ধার প্রতিবেশীরা জানিয়েছেন, মধুশ্রীদেবীর দুই মেয়েই মুম্বইতে থাকেন৷ ফলে সময়ে অসময়ে তাঁরাই মধুশ্রীদেবীর পাশে থাকেন৷
দীর্ঘক্ষণ জানলার ভিতরে আটকে থেকেও অবশ্য ঘাবড়ে যাননি মধুশ্রীদেবী৷ বরং নিজে যে কাণ্ড ঘটিয়েছেন, তা ভেবে নিজেই হেসে ফেলছেন তিনি৷ হাসতে হাসতেই বললেন, ‘জানলা পরিষ্কার করতে গিয়ে আটকে পড়েছিলাম৷ তখন সকাল ৭.৩০ বাজে৷ এরপর প্রতিবেশীরাই পুলিশ এবং দমকলে খবর দেন৷ এখন একদম ঠিক আছি৷’ অন্য ধরনের উদ্ধারকাজে এসে প্রথমে খানিক অবাক হয়েছিলেন দমকল কর্মীরাও৷ শেষ পর্যন্ত বৃদ্ধাকে মুক্ত করতে পেরে খুশি তাঁরাও৷
বাংলা খবর/ খবর/হুগলি/
দুই মেয়ে মুম্বইয়ে, ফ্ল্যাটের জানলায় আটকে পড়লেন একাকী বৃদ্ধা! সাতসকালে শ্রীরামপুরে হুলস্থুল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement