TRENDING:

Hooghly News: হিন্দমটোরে নিজের ঘরেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, আটক বন্ধু, চলছে তদন্ত

Last Updated:

১০ তারিখ ভোরবেলায় হঠাৎ পার্থ এসে দরজা ডাকাডাকি করতে থাকে বলে মানস নাকি রক্তাক্ত অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে। রহস্য মৃত্যুতে পার্থ দাসকে আটক করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: হুগলি হিন্দমোটর এলাকায় এক যুবকের মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে রহস্য। বাড়ির মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক। তাকে প্রথমে উত্তরপাড়া রাজবাড়ী হাসপাতালে ও পরবর্তীতে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। রবিবার রাতে তার নিথর দেহ আসে হিন্দমটরে তার আবাসনে। রহস্য মৃত্যুতে পার্থ দাসকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
advertisement

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ৯ তারিখ রাত থেকে। সেই রাতে মৃত যুবক মানস চৌধুরীকে বাড়ি পৌঁছাতে আসে পার্থ দাস। হুগলির কোন্নগরের বাসিন্দা পার্থ মানসের বহুদিনের বন্ধু। মৃত মানস চৌধুরী হিন্দমটোরের দেবাইপুকুর এলাকার একটি আবাসনে একাই থাকতেন। তার পাশের ফ্ল্যাটে থাকে জ্যাঠার পরিবার।

আরও পড়ুনঃ মোহন-ইস্ট লড়াইয়ের উত্তাপ বাড়িয়ে দিল ওষুধ ব্যবসায়ীর ডার্বি গান, শুনুন…

advertisement

৯ তারিখ রাতে পার্থ এসে জানায় মদ্যপ অবস্থায় রাস্তার মধ্যে মানস চৌধুরী পড়ে রয়েছে, তাকে যাতে বাড়িতে ঢুকিয়ে নেওয়া হয়। মানসের জেঠিমা ফ্ল্যাটের দরজা খুলে মানসকে বাড়িতে ঢুকিয়ে দেয়। তারপরের দিনই হঠাৎ ভোরবেলায় পার্থ এসে দরজা ডাকাডাকি করতে থাকে বলে মানস নাকি রক্তাক্ত অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে।

View More

পরিবারের লোকজন তড়িঘড়ি ঘরে প্রবেশ করে দেখেন মেঝেতে চাপ চাপ রক্ত লুটিয়ে পড়ে রয়েছে মানস চৌধুরী। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পরও শেষ রক্ষা হয়নি। আর.জি.কর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মানস।

advertisement

আরও পড়ুনঃ পরিবেশ বাঁচাতে সাইকেলে চেপে হাওড়া থেকে বিষ্ণুপুর যাত্রা

এই বিষয়ে মানস চৌধুরীর ভাই অরিজিত চৌধুরি তিনি জানান, ঘটনার পরেই উত্তরপাড়া থানায় তারা এফআইআর দায়ের করেন। যেদিন সকালে তার দাদার ঘর খুলতে যাওয়া হয় সেখানে আগে থেকেই দুই ব্যক্তি উপস্থিত ছিল। কিন্তু তারা কারা সেই বিষয়ে কেউ জানেন না।

advertisement

ঘটনার পরে দু’দিন পার্থ দাস লোকজন নিয়ে এসে বাড়ি পরিষ্কার করার নাম করে ঘরের মধ্যে থেকে অনেক কিছু জিনিস সরিয়ে নেয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে তাদের পরিবার।

আরও পড়ুনঃ শ্রাবণের সোমবারে খানাকুলে ঘন্টেশ্বর শৈবতীর্থ মন্দিরের ভক্তদের ঢল 

পুলিশ সূত্রে খবর, মৃতদেহটির ময়নাতদন্ত করানো হয়েছে। সেই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ কী তা বলা যাচ্ছে না। তবে কেনই বা লোকটিকে মারা হল পুরোন কোন শত্রুতা নাকি অন্য কোন কারণ !

advertisement

একইসঙ্গে এই ঘটনা আত্মহত্যা নাকি খুন পুরো বিষয়টি এখনও ধোঁয়াশা রয়েছে। তবে মৃতদেহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হিন্দমটোরে নিজের ঘরেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, আটক বন্ধু, চলছে তদন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল