Hooghly News: শ্রাবণের সোমবারে খানাকুলে ঘন্টেশ্বর শৈবতীর্থ মন্দিরের ভক্তদের ঢল
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
শুধু তারকেশ্বর নয়, তার পাশাপাশি খানাকুলের ঘন্টেশ্বর শৈবতীর্থ মন্দিরেও লক্ষ্য করা গিয়েছে ভক্তদের ভীড়। সারা মাস জুড়ে শিবতীর্থ ঘন্টেশ্বর মন্দিরে ভক্তের ভিড়ে লেগেই থাকে।
খানাকুল: শুধু তারকেশ্বর নয়, পাশাপাশি খানাকুলের ঘন্টেশ্বর শৈবতীর্থ মন্দিরে ভক্তদের ভীড়। মহাদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাস। বাংলার পঞ্জিকা মতে আজ তৃতীয় সপ্তাহের সোমবার। সারা মাস জুড়ে শিবতীর্থ ঘন্টেশ্বর মন্দিরে ভক্তের ভিড়ে জমজমাট হয়ে উঠে গোটা এলাকায়। আশেপাশে বহু মানুষ প্রাচীন এই ঘন্টেশ্বর শিবের মাথায় জল ঢালতে আসেন বহু। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শ্রাবণ মাস জুড়ে ভক্তরা জল ঢালে বাবার মাথায়। প্রতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার হাজার হাজার মানুষের ভিড় চোখে পড়ার মতন ঘন্টেশ্বর মন্দির চত্বরে।
উল্লেখ্য, সারা রাজ্যের মধ্যে অন্যতম শৈবতীর্থ তারকেশ্বর ছাড়াও খানাকুলের ঘন্টেশ্বর মন্দিরেও পূর্ণার্থীদের ব্যাপক ভিড় হয়। বিশেষ করে প্রতি সোমবার হাজার হাজার মানুষ এই মন্দির চত্বরে শৈব তীর্থের মাথায় জল ঢেলে যান। মহকুমার আশেপাশের এলাকার মহিলা থেকে পুরুষ বাবা ভোলানাথের কাছে আসেন।
আরও পড়ুন ঃ খাল সংস্কারের অভাবে ডুবছে কৃষি জমি, হতাশায় দিন কাটাচ্ছে কৃষকেরা
এই বিষয়ে এক মহিলা জানান, সোমবার ব্রত পালনের জন্য এবং শৈবতীর্থের জল ঢালার জন্য এসেছিলাম। তারকেশ্বরে প্রচুর মানুষের ভিড় হয় প্রতিবছর। তাই সেখানে যেতে না পারলে এই ঘন্টেশ্বর মন্দিরে জল ঢালতে আসি। এই মন্দির খুবই জাগ্রত এবং প্রাচীনতম। যেকোনো মানুষ এই মন্দিরে মনস্কামনা করলে তা পূরণ হয় বলে জানিয়েছেন।
advertisement
advertisement
অন্যদিকে মন্দিরের স্থানীয় সেবক তন্ময় বটব্যাল জানিয়েছেন সকাল থেকেই ভক্তের সমাগম হয়েছে। শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ বলে পুণ্যার্থীর সংখ্যা ভিড়। ঘন্টেশ্বর মন্দির এলাকায় জমজমাট ভাবে বিভিন্ন এলাকা থেকে ভোলানাথের কাছে জল ঢালতে আসছেন।
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 5:04 PM IST