হুগলির বৈদ্যবাটীর দীর্ঘাঙ্গি রোডের উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আশেপাশের বেশিরভাগ বাড়ির মানুষজনের ঘুম ভেঙে যায়। শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা দেখেন দুটি লরির মধ্যে সংঘর্ষের জেরে ভয়ঙ্কর অবস্থা রাস্তার।
আরও পড়ুন: বিনামূল্যে ১২ লক্ষের জটিল অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালের
advertisement
এলাকার মানুষের থেকে জানা গিয়েছে, কয়লা বোঝাই লরিটি ডানকুনি থেকে ভদ্রেশ্বরের দিকে যাচ্ছিল। আর ইট বোঝাই লরিটি চন্দননগরের দিক থেকে শ্রীরামপুরের দিকে আসছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রাই খবর দেন পিয়ারাপুর থানায়।
কয়লা বোঝাই লরির চালক বলেন, রাস্তার দু’দিকে সিগনাল খোলা ছিল। তিনি দেখেশুনেই গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে ইট বোঝাই লরিটি। ওই লরিটির গতিবেগ অত্যধিক বেশি থাকায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে কয়লা বোঝাই লরিটি উল্টে যায় বলে চালক জানিয়েছেন। লরির মধ্যে চালক সহ তিনজন ছিলেন। প্রত্যেকেই এই ঘটনায় আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে
রাহী হালদার