TRENDING:

Hooghly: নদীর পার বরাবর ম্যানগ্রোভ গাছের চারা লাগিয়ে নদী ভাঙন রোধের উদ্যোগ

Last Updated:

বেশ কিছুদিন যাবৎ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল চুঁচুড়া চন্দননগর এলাকায় নদীর পাড় ভাঙ্গনের। তার পরেই দেখা গেল এক অভিনব উদ্যোগ চন্দননগর ডুপ্লেক্স কলেজের ছাত্র ও শিক্ষকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : বেশ কিছুদিন যাবৎ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল চুঁচুড়া চন্দননগর এলাকায় নদীর পাড় ভাঙ্গনের। তার পরেই দেখা গেল এক অভিনব উদ্যোগ চন্দননগর ডুপ্লেক্স কলেজের ছাত্র ও শিক্ষকদের। গঙ্গার ভাঙ্গন রুখতে নদীর পাড় বরাবর লাগানো হল ম্যানগ্রোভ গাছ। চন্দননগর কলেজ এস্টোয়ারাইন অ্যাণ্ড কোস্টাল স্টাডিজ ফাউন্ডেশন ও ভারতবর্ষের ম্যানগ্রোভ ম্যান অভিধায় ভূষিত শ্রীউমাশঙ্কর মণ্ডলের নেতৃত্বাধীন পূর্বাশা ইকো হেল্পলাইন সোসাইটির উদ্যোগে হুগলি নদীর তীরবর্তী এলাকার নদী ভাঙন ও দূষণরোধ করার উদ্দেশ্যে রাণীঘাট থেকে পাতালবাড়ি পর্যন্ত নদীতীরবর্তী এলাকায় পর্যায়ক্রমে ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়।
advertisement

ভারতবর্ষে এই প্রথম কোনও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে হুগলিনদীর মিষ্টি জলের তীরবর্তী অঞ্চলে, নোনাজলের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ রোপণ, সংরক্ষণ ও তার পর্যায়ক্রমিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণের এই অভিনব প্রয়াস গ্রহণ করা হল । এই প্রকল্পের প্রথম পর্যায়ে সুন্দরবন গোসাবা ব্লকের কুমীরমারি দ্বীপ থেকে ছয় ধরনের ম্যানগ্রোভ প্রজাতির মোট ২৫০টি চারা চন্দননগর কলেজে নিয়ে আসা হয়।

advertisement

ভবিষ্যতে চন্দননগর কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই চারাগুলির পরিচর্যা, সংরক্ষণ ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করবেন। এই দিনের অনুষ্ঠানে চন্দননগরের উল্লেখিত অঞ্চলে মূলত কেওড়া, চাক কেওড়া, সুন্দরী, গেঁওয়া, বাইন, পশুর জাতীয় ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের প্রায় ৩৪ প্রজাতির গাছের মধ্যে কেওড়াগাছ সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড তার শিকড়, কাণ্ড, ডালপালা ও পাতায় আটকে রাখতে পারে। এই গাছ উপকূলীয় মাটির ক্ষয়রোধ করে মাটিকে দেয় দৃঢ়তা ও উর্বরতা।

advertisement

এক ঝলকে এই প্রকল্পটির উদ্দেশ্য :

View More

  • *চন্দননগর কলেজ সংলগ্ন গঙ্গাতীরবর্তী এলাকায় পাড়ের ভাঙন রোধ করা*।

  • *জল এবং বাতাসের দূষণের মাত্রা কমানো*।

  • *গাছের ফল ও পাতা মাছের খাদ্যের জোগান দেবে,এতে মাছের সংখ্যা বৃদ্ধি পাবে*।

    advertisement

  • *গাছগুলি বানর,পাখি এবং বিভিন্ন পতঙ্গের আশ্রয় ও খাদ্যের জোগান দেবে, ফলে এই অঞ্চলের জীববৈচিত্র্য সমৃদ্ধ হবে*।

চন্দননগর কলেজের পক্ষ থেকে এই প্রয়াস ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার বৃহত্তর আন্দোলনে একটি ক্ষুদ্র সংযোজন।

 

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: নদীর পার বরাবর ম্যানগ্রোভ গাছের চারা লাগিয়ে নদী ভাঙন রোধের উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল