সোমবার ভগবান বুদ্ধের ২০৬৫ তম জন্ম দিবস। এই দিন গোটা বিশ্বব্যাপী বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়। তার ব্যতিক্রম হয়নি এই বৌদ্ধ বিহার মন্দিরেও। বুদ্ধ পূর্ণিমার দিন সকাল থেকেই বৌদ্ধ বিহারটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের আনাগোনা লক্ষ্য করা যায়। তথাকথিত শান্ত নিরিবিলি বৌদ্ধ বিহারটি আজ উৎসব মুখর হয়ে ওঠে।
advertisement
আরও পড়ুন- দরজা খুলতেই পুলিশ ভ্যান থেকে লাফ! ভিড়ের মধ্যে মিলিয়ে গিয়ে চম্পট দিল সুপারি কিলার!
আরামবাগের একদম গ্রাম্য শান্ত পরিবেশে গাছগাছালিতে ঘেরা ত্রিরত্ন বৌদ্ধ বিহার মন্দির। মন্দিরের ভিতরে প্রশস্ত উপসনা কক্ষ। বেদির উপরে শান্ত সমাহিত শ্বেতপাথরের বুদ্ধ মূর্তি রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বুদ্ধ মূর্তিটি বিদেশ থেকে আনা হয়েছিল।
আরও পড়ুন- ২৭ টি আলাদা আবির্ভাবের মূর্তি স্থাপন করা হল রিষরার বৌদ্ধ বিহার মন্দিরে
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দির প্রতিষ্ঠাতা তারকনাথ বাইরির পরিবারের লোকজন উপস্থিত ছিলেন সোমবার। তাদের পরিবারের পুত্রবধূ প্রমিলা বাইরি বলেন, এই মন্দির তাঁর শ্বশুরের প্রতিষ্ঠা করা। এই দিনটি বুদ্ধ জয়ন্তী হিসেবে পালন করতে তাঁরা প্রতিবছর এখানে আসেন৷
কথিত আছে, সস্ত্রীক উত্তর ভারত ভ্রমণে বেরিয়ে এক বুদ্ধ মন্দির দেখে তাঁর শ্বশুরমশাই এই মন্দিরটি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন এবং পুড়শুড়ায় নিজ বাসভবনে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি আরও জানান, এই বৌদ্ধ মন্দির উদ্বোধন করতে সেই সময় তিব্বত থেকে ১৪ তম দলাই লামা এসেছিলেন তাঁর শ্বশুরবাড়িতে।
Rahi Haldar