Hooghly: ২৭ টি আলাদা আবির্ভাবের মূর্তি স্থাপন করা হল রিষরার বৌদ্ধ বিহার মন্দিরে

Last Updated:

আজ সোমবার বুদ্ধ পূর্ণিমা। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে তথাগত বুদ্ধের দু হাজার পাঁচশো ছেষট্টি তম আবির্ভাব দিবস। এর ব্যতিক্রম হলনা হুগলিতেও রিশরা গ্রাম পঞ্চায়েতের বড়ুয়া পাড়ার বৌদ্ধ বিহারে ।

+
title=

হুগলি : আজ সোমবার বুদ্ধ পূর্ণিমা। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে তথাগত বুদ্ধের দু হাজার পাঁচশো ছেষট্টি তম আবির্ভাব দিবস। এর ব্যতিক্রম হলনা হুগলিতেও রিশরা গ্রাম পঞ্চায়েতের বড়ুয়া পাড়ার বৌদ্ধ বিহারে । এখানেও বিশেষ প্রার্থনা পূজার্চনা এবং প্রসাদ বিতরণ করা হয়। এই বড়ুয়াপাড়ায় প্রায় ২৫০ পরিবার আছে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী। মূলত বাংলাদেশ চট্টগ্রাম থেকে এসে এখানে বসতি স্থাপন করেছিলেন। তারাই এখানে স্থাপন করেছেন অনিন্দ্য সুন্দর এই বৌদ্ধ বিহারটি। সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে ভক্তদের ভিড়ে মুখর এই বৌদ্ধ মন্দিরটি । আজকের এই বিশেষ দিন উপলক্ষে বাংলাদেশ থেকে ত্রিপিটক গ্রন্থের পুরো খণ্ডগুলো আনা হয়েছে। এছাড়াও এখানে স্থাপিত হয়েছে ভগবান বৌদ্ধ এর অন্যান্য রূপের মূর্তিগুলো। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক অনুসারে, গৌতম বুদ্ধের আবির্ভাবের আগে আরও ২৭ জন বুদ্ধের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে।
সেই ২৭ জনের নাম তাদের পরিচয় সবই উল্লেখিত আছে ত্রিপিটকে। বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে ভগবান গৌতম বুদ্ধের সঙ্গে আরও ২৭ জন বুদ্ধের মূর্তি স্থাপন করা হল রিষরার বৌদ্ধ বিহার মন্দিরে। এ ব্যাপারে বৌদ্ধ বিহারের ভিক্ষু জানালেন, ভগবান বুদ্ধ যে শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন আজ কোটি কোটি মানুষ তা গ্রহণ করেছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে যে অশান্তির বাতাবরণ দেখতে পাচ্ছি, যুদ্ধের ভ্রুকুটি দেখা দিয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে বুদ্ধের বাণী মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে।তবেই আবার শান্তির পৃথিবী গড়ে উঠবে । তিনি আরও বলেন পৃথিবীতে যত ধর্ম আছে, কোনও ধর্মই হিংসায় বিশ্বাস করে না। কিন্তু একশ্রেণীর মানুষ আছে যারা ধর্মের নামে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে যেটা কখনোই কাম্য নয়। এদিন হাজার হাজার মানুষ এই বৌদ্ধবিহারে এসে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রসাদ গ্রহণ করেন।
advertisement
advertisement
Rahi Halder
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: ২৭ টি আলাদা আবির্ভাবের মূর্তি স্থাপন করা হল রিষরার বৌদ্ধ বিহার মন্দিরে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement