আরও পড়ুনঃ Hooghly: পোষ্যের মৃত্যুবার্ষিকী পালন, আমন্ত্রিত শতাধিক সারমেয়
সেই ২৭ জনের নাম তাদের পরিচয় সবই উল্লেখিত আছে ত্রিপিটকে। বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে ভগবান গৌতম বুদ্ধের সঙ্গে আরও ২৭ জন বুদ্ধের মূর্তি স্থাপন করা হল রিষরার বৌদ্ধ বিহার মন্দিরে। এ ব্যাপারে বৌদ্ধ বিহারের ভিক্ষু জানালেন, ভগবান বুদ্ধ যে শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন আজ কোটি কোটি মানুষ তা গ্রহণ করেছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে যে অশান্তির বাতাবরণ দেখতে পাচ্ছি, যুদ্ধের ভ্রুকুটি দেখা দিয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে বুদ্ধের বাণী মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে।তবেই আবার শান্তির পৃথিবী গড়ে উঠবে । তিনি আরও বলেন পৃথিবীতে যত ধর্ম আছে, কোনও ধর্মই হিংসায় বিশ্বাস করে না। কিন্তু একশ্রেণীর মানুষ আছে যারা ধর্মের নামে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে যেটা কখনোই কাম্য নয়। এদিন হাজার হাজার মানুষ এই বৌদ্ধবিহারে এসে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রসাদ গ্রহণ করেন।
advertisement
Rahi Halder