TRENDING:

Hooghly News: দোকানের দেওয়ালে গর্ত করে প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল চুরি!

Last Updated:

চুঁচুড়ার একটি মোবাইলের দোকানের চুরির ঘটনা সিঁধেল চোরের গল্প মনে করিয়ে দেয়। তবে এবার মাটির তলা দিয়ে নয়, দেওয়ালের মধ্যে গর্ত করে চুরি। চুঁচুড়া সায়রার মোর বিশালক্ষী তলায় রয়েছে একটি বড় মোবাইলের দোকান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : চুঁচুড়ার একটি মোবাইলের দোকানের চুরির ঘটনা সিঁধেল চোরের গল্প মনে করিয়ে দেয়। তবে এবার মাটির তলা দিয়ে নয়, দেওয়ালের মধ্যে গর্ত করে চুরি। চুঁচুড়া সায়রার মোর বিশালক্ষী তলায় রয়েছে একটি বড় মোবাইলের দোকান। দোকানের ২০ ইঞ্চি দেওয়াল কেটে লোহার সিঁধ কেটে সর্বস্ব চুরি করে পালায় চোর। বুধবার সকালে দোকানের সাটার খুলে চুরির ঘটনা টের পায় দোকানের মালিক ও কর্মচারীরা। চুরি হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল ফোন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
advertisement

চুঁচুড়ার বিশালক্ষী তলা ব্যস্ত বহুল জায়গা। দোকানের সামনে চওড়া রাস্তায় সব সময় গাড়ি চললেও পিছনে ঝোপ ঝাড় নিরিবিলি হওয়ায় তার সুযোগ নিয়ে গভীর রাতে সিঁধ কাটে চোর। দোকানের পিছনে দেওয়াল কেটে ভিতরে ঢুকে সিসি ক্যামেরার তার কেটে চুরি করে। নামী দামী কয়েক লক্ষ টাকার প্রায় সত্তরটি মোবাইল ঠাকুরের গহনা নিয়ে যায় চোর। ঘটনার তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দোকানের মধ্যে লক্ষাধিক টাকার দামী দামী মোবাইল ফোন ছিল। দোকানের পিছনে জায়গাটি জঙ্গল আচ্ছন্ন।

advertisement

আরও পড়ুনঃ সামনে ফলক লাগানো রাস্তা তৈরির, কিন্তু রাস্তা কই!

খুব একটা বেশি লোকের যাতায়াত নেই সেখানে। সেই সুযোগ নিয়েই দোকানের দেয়াল কেটেছে দুষ্কৃতীরা। দোকানের ভেতরে লোহার গার্ড দেওয়া ছিল। সেটিকেও কেটে দোকানের ভেতরে প্রবেশ করে সমস্ত কিছু চুরি করে নিয়ে পালায় চোরের দল। স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি বলেন,দীর্ঘদিনের দোকান দেব নারায়ন সেনের। কয়েকটি ছেলের কর্মসংস্থান হয় এই দোকানে। সব জিনিষ চুরি হয়ে গেছে। পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে দেখা যাক কি হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দোকানের দেওয়ালে গর্ত করে প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল চুরি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল