এদিন অনুষ্ঠানে ইন্দ্রনীল সেন জানান, তিনি সব রকম ভাবে ওই ক্লাবের সাথে রয়েছেন। কারণ তিনি আশাবাদী আগামী প্রজন্মের তারকা খেলোয়াড়রা হয়তো এই কোনও দলের মধ্যে থেকেই উঠে আসবে। তিনি আরো বলেন, মুখ্য মন্ত্রীর সাথে দেখা করে তিনি তাঁকে অবগত করবেন রাজ্যের এই খুদে অথচ দুঁদে খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে।
আরও পড়ুনঃ ব্যান্ডেল হতে চলেছে বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কেন্দ্র
advertisement
কারণ তারা আগামীতে শুধু বাংলারই নয় গোটা দেশের ভবিষ্যত। যাতে তাদের প্রশিক্ষণ ভালো হয় সেই দিকে দৃষ্টি আকর্ষন করার জন্য।এই ক্লাবের সভাপতি সুশান্ত মোহন ব্যানার্জী জানান, গত দু'বছর করোনার জন্য খেলা বন্ধ ছিল। অবশেষে এই বছর করোনা কে ওভার কাম করে সারা বাংলা টুর্নামেন্টটি আরম্ভ করতে চলেছি।
আরও পড়ুনঃ লাঠি বন্দুকের পাশাপাশি বই কলম হাতে দেখা মিলবে পুলিশের
১৬ মেয়েদের দল এবং ১৬ টি ছেলেদের দল এই ৩২ টি দল মিশিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ শুরু করলাম আজ থেকে আশা করি সবার আশীর্বাদে ও সহযোগিতায় আমরা এটা সুসম্পন্ন করতে পারব।
Rahi Haldar