কেউ নিজের ছেলেমেয়েদের নিয়ে যেতেন কেউ বা নিজেই ছেলেবেলায় ওই পার্কে সময় কাটিয়েছেন। কিন্তু দীর্ঘকাল যাবত পার্কটি বন্ধ থাকায় ব্যবহার করতে পারছেন না তারা। একেই দিন দিন বাচ্চাদের জন্য খোলামেলা জায়গার ঘাটতি ঘটছে।
আরও পড়ুনঃ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্বনির্ভরের নতুন পথ "রাখী"
সেখানে দীর্ঘদিনের একটি পার্ক হঠাৎই বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপারটি মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পার্কটিকে পুনরায় খোলা হোক যাতে গঙ্গার তীরে বাচ্চাদের নিয়ে নির্বিঘ্নে অভিভাবকরা সময় কাটাতে পারেন। এই বিষয়ে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, ওই পার্কটি তার পুরপ্রধানের পদে বসার আগে থেকেই বন্ধ রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ হুগলির গঙ্গার জলে ভেসে এল একটি আস্ত চারচাকা গাড়ি
তিনি জানান এই অঞ্চলটির জনবসতি তুলনামূলকভাবে কম যে কারণে পার্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কিছু অসাধু ব্যক্তি সন্ধ্যার পরে ওই পার্কে মদ গাঞ্জার আসর শুরু করে দিত তাই বাধ্য হয়ে পার্কটিকে বন্ধ রাখতে হয়েছে।
Rahi Haldar