আরও পড়ুনঃ অবিশ্বাস্য! মাত্র ২ টাকায় কচুরি-আনলিমিটেড ঘুগনি! রোজ বিক্রি হচ্ছে ছ’শো পিস
রাজবাড়ির মেলায় ঘুরতে আসা আমজনতার বিশেষ প্রাপ্তি সুশান্ত পালের হাতে তৈরি বিভিন্ন ফল দিয়ে তৈরি জিলিপি। এবারে রাজবাড়ির মনসা পূজোর মেলায় সুশান্ত তৈরি করেছে আনারস, আম, এবং চকলেট জিলিপি। আর এতেই বাজিমাত। প্রতিদিন এই বিশেষ জিলিপি খেতে ভীড় জমাচ্ছে মেলায় ঘুরতে আসা আট থেকে আশি।
advertisement
এই প্রসঙ্গে আনারসের জিলেপি বিক্রেতা সুশান্ত পাল জানান, “গত বছর থেকে বিভিন্ন ফল দিয়ে তৈরি নতুন স্বাদের জিলেপি মানুষের মন জয় করেছে। এবারেও রাজবাড়ি মনসা পুজো উপলক্ষ্যে আয়োজিত মেলায় আসা সবার মুখেই তুলে দিতে পারছি এই ফ্রুট জিলেপি। এটাই বড় আনন্দের বিষয়।” এক ক্রেতা বলেন, “এখন খাবারের নানান ফিউশনই দেখা যায়। মেলায় এসে দেখলাম ফ্রুট জিলিপি বিক্রি হচ্ছে। কিনে নিলাম। খেতে খুব স্বাদ। একদম নতুন ধরনের ভাবনা। খুব ভাল লাগছে।”
সুরজিৎ দে