অর্পিতা বললেন, "হয়তো ওই মেয়েটি ভুল বলেনি৷ সম্ভবত ঠিক নামই নিয়েছে। আমি তো জানি ন। স্পটে ছিলাম না। কিন্তু এডিট করতে গিয়েও যদি এ রকম একটা ভুল তথ্য যায় দর্শকের কাছে, তবে সেটা অপ্রত্যাশিত। যে মঞ্চকে আমরা শ্রদ্ধা করি, পুজো করি, সেই মঞ্চে এ রকম একটি ভুল!" মেনে নিতে পারছেন না গায়িকা অর্পিতা।
গত বছর অর্পিতা নিজেই এই রিয়্যালিটি শো-এর প্রতিযোগী ছিলেন৷ এবং তাঁর দাদার সঙ্গে 'মকর পরবে' গানটি গেয়েছিলেন। অর্পিতা জানালেন, "এই ভুল নতুন নয়। 'লাল পাহাড়ির দেশে' গানটিও যে আমার বাবার লেখা, সেটা এক সময়ে এই মঞ্চেই উল্লেখ করা হয়নি। তাই আমি ঠিক করেছিলাম, ওই মঞ্চে গিয়ে মানুষের কাছে তথ্য পৌঁছে দেব। সবাইকে জানিয়েওছিলাম। তার পরেও যে এই ভুল হতে পারে, ভাবতে পারিনি। তা হলে তো আমার ওই জার্নির কোনও মানেই দাঁড়াল না। অর্থহীন।"
আরও পড়ুন: অত্যাধুনিক! টেলি অ্যাকাডেমি কমপ্লেক্সে প্রথম শ্যুট করে উৎফুল্ল প্রেমেন্দু বিকাশ
সুভাষ-কন্যার আক্ষেপ, যাঁরা লোকগান নিয়ে চর্চা করেন, তাঁরা হয়তো জানেন যে এই গানগুলি তাঁদের বাবার লেখা। কিন্তু যাঁরা জানেন না, কিন্তু এই গানগুলি শুনে আসছেন, তাঁরা তো ভুলটাই জানছেন।