এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার ১০৭টি পদক জয়ের সম্মানে এই পদক্ষেপ । এই পদক্ষেপ হল কঠোর পরিশ্রমী খেলোয়াড়দের সম্মান জানানোর একটি উপায়৷ একই সঙ্গে সমগ্র ভারতীয় দলকে তাদের পরিবার-সহ, তাদের যেকোনও আইনক্স এবং পিভিআর থিয়েটারে তাদের যে কোনও সিনেমা দেখতে বলা হয়েছে। উপরন্তু, এশিয়ান গেমসের পদকপ্রাপ্তরা ৩ রা নভেম্বর থেকে ২ রা ডিসেম্বর পর্যন্ত যেকোনও পিভিআর, আইনক্স থিয়েটারে যত খুশি ততগুলি সিনেমা দেখতে পারবেন বিনামূল্যে।
advertisement
আরও পড়ুন: সন্তানহারা কাবোকে হিমেশ দিলেন বড় সুযোগ! গায়কের ‘মেরা দিল মেরি জান’ মন ছুঁয়ে গেল সকলের
আরও পড়ুন: হ্যালোউইনের সন্ধ্যায় ইনিই ছিলেন ঋতাভরীর সঙ্গী! অন্য মেজাজে ধরা দিলেন নায়িকা, রইল ছবি
শিলিগুড়ির একটি বেসরকারি শপিং মলে অবস্থিত আইনক্সের ম্যানেজার সায়ক পাল বলেন , ” ১০৭ টি পদক ভারতের নবীন প্রজন্মকে অনেক অনুপ্রেরণা জোগাবে। তাদের সম্মানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি প্রচুর লোক সিনেমা দেখতে আসবে। শিলিগুড়ির ক্রীড়া প্রেমী ব্যাক্তি বলেন, ” এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাতে হয় । প্রতিটি খেলোয়াড়দের কঠোর লড়াইয়ের ফল এই পদক। তাদের সম্মানে এই উদ্যোগ সত্যি দারুন।আমি আমার পরিবারের সঙ্গে অবশ্যই যাব।”
অনির্বাণ রায়