Ritabhari Chakraborty: হ্যালোউইনের সন্ধ্যায় ইনিই ছিলেন ঋতাভরীর সঙ্গী! অন্য মেজাজে ধরা দিলেন নায়িকা, রইল ছবি

Last Updated:
হ্যালোইনে অন্য মেজাজে ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী। হ্যালোইন সেলিব্রেশনের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী৷
1/5
হ্যালোউইনে অন্য মেজাজে ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী। ৩১ অক্টোবর সারা উদযাপিত হয় হ্যালোউইন৷ গত কয়েক বছর ধরে হ্যালোইন বিশ্বব্যাপী উদযাপিত হয়৷
হ্যালোউইনে অন্য মেজাজে ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী। ৩১ অক্টোবর সারা উদযাপিত হয় হ্যালোউইন৷ গত কয়েক বছর ধরে হ্যালোইন বিশ্বব্যাপী উদযাপিত হয়৷
advertisement
2/5
এটি মূলত ইউরোপ এবং আমেরিকার উৎসব হলেও এখন এশিয়াতেও এটি উদযাপন করতে দেখা যায়। এদিন ভূত-পেত্নি থেকে সুপারহিরো কিংবা নানা বিখ্যাত চরিত্রে সেজে ওঠেন সকলে। অনেক ভারতীয়ও চুটিয়ে করেন এই বিশেষ উৎসবের সেলেব্রেশন।
এটি মূলত ইউরোপ এবং আমেরিকার উৎসব হলেও এখন এশিয়াতেও এটি উদযাপন করতে দেখা যায়। এদিন ভূত-পেত্নি থেকে সুপারহিরো কিংবা নানা বিখ্যাত চরিত্রে সেজে ওঠেন সকলে। অনেক ভারতীয়ও চুটিয়ে করেন এই বিশেষ উৎসবের সেলেব্রেশন।
advertisement
3/5
বহু সেলেব আজ হ্যালোইনের সাজে নিজেকে সাজিয়ে নিয়েছেন। পিছিয়ে নেই টলি-পাড়াও। রুশার পর এবার ঋতাভরীও সেজেছেন হ্যালোউইনের সাজে।
বহু সেলেব আজ হ্যালোইনের সাজে নিজেকে সাজিয়ে নিয়েছেন। পিছিয়ে নেই টলি-পাড়াও। রুশার পর এবার ঋতাভরীও সেজেছেন হ্যালোউইনের সাজে।
advertisement
4/5
হ্যালোউইন সেলিব্রেশনের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী৷ ক্যাপশনে লিখেছেন 'হ্যাপি হ্যালোউইন' সঙ্গে ছিলেন অভিনেত্রীর দিদি চিত্রাঙ্গদাও।
হ্যালোউইন সেলিব্রেশনের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী৷ ক্যাপশনে লিখেছেন 'হ্যাপি হ্যালোউইন' সঙ্গে ছিলেন অভিনেত্রীর দিদি চিত্রাঙ্গদাও।
advertisement
5/5
গোলাপি পরচুলা, কপালে স্বচ্ছ পাথরের সাজ, মানাসই গাউন পরে বসে ঋতাভরী, চারিদিক আলোয় আলোকিত। হ্যালোউইনের লুকে নজরকাড়া নায়িকা।
গোলাপি পরচুলা, কপালে স্বচ্ছ পাথরের সাজ, মানাসই গাউন পরে বসে ঋতাভরী, চারিদিক আলোয় আলোকিত। হ্যালোউইনের লুকে নজরকাড়া নায়িকা।
advertisement
advertisement
advertisement