Albert Kaboo Lepcha: সন্তানহারা কাবোকে হিমেশ দিলেন বড় সুযোগ! গায়কের ‘মেরা দিল মেরি জান’ মন ছুঁয়ে গেল সকলের
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
অ্যালবার্ট কাবো লেপচা নতুন পথ চলা শুরু করেন হিন্দি সারেগামাপা-র নতুন মরশুমে। আর সেখানেই তাঁর গানে মুগ্ধ হয়ে হিমেশ রেশামিয়া দিলেন বড় সুযোগ।
মুম্বই: অ্যালবার্ট কাবো লেপচা এবার দিলেন বিরাট চমক। সদ্যই সন্তানহারা হয়েছিলেন গায়ক। তবে শোকস্তব্ধ হৃদয়কে প্রশমিত করতে সঙ্গীতকেই আশ্রয় করে নেন তিনি। তারপর নিজের নতুন পথ চলা শুরু করেন হিন্দি সারেগামাপা-র নতুন মরশুমে। আর সেখানেই তাঁর গানে মুগ্ধ হয়ে হিমেশ রেশামিয়া দিলেন বড় সুযোগ।
গত অগাস্ট থেকে শুরু হয়েছিল এই রিয়্যালিটি শো। প্রোমোতে দেখা গিয়েছিল কাবোর পাশে দাঁড়িয়ে তাঁর স্ত্রী পূজা। মঞ্চে দাঁড়িয়ে শিল্পী বলছেন তিনি এ বার এই প্রতিযোগিতায় অংশ নিতে চাননি। কেন চাননি, সেই কারণ জিজ্ঞাসা করেন বিচারকের আসনে থাকা গায়িকা নীতি মোহন। উত্তর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কাবো এবং পূজা। দর্শক, বিচারক-সকলের চোখেই তখন জল। তারপর শুরু হয় এই শো।
advertisement
advertisement
সারেগামাপা-র মঞ্চে প্রথম থেকেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন গায়ক। গান দিয়ে সকলের মন ছুঁয়ে গিয়েছেন। আর এবার হিমেশের সুরে গান গাইলেন কাবো। হিমেশে বারাবরই নতুনদের সুযোগ করে দেন। স্নিগ্ধজিৎ থেকে অরুণিতা-পবনদীপ, সকলেই সুযোগ পেয়েছেন তাঁর সঙ্গে কাজ করার। আর এবার সুযোগ পেলেন কাবো। তিনি ‘মেরা দিল মেরি জান’ গানটি গেয়েছেন হিমেশের সুরে। কাবো এই নতুন গান মুক্তি পেতেই প্রশংসায় ভরিয়েদেন শ্রোতারা।
advertisement
একমাত্র সন্তানকে হারিয়েছেন কাবো। দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়ে চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে তাঁর দুধের শিশু। সেই শোকসংবাদ সামাজমাধ্যমে জানিয়েছিলেন তিনি নিজেই। মেয়ের সঙ্গে তাঁর নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছিলেন ‘‘পর্ব শেষ হয়েছে, তবে যাত্রা শেষ হয়নি এখনও৷ আমাদের জীবনে এখনও পর্যন্ত সুমধুরতম গান গেয়েছো তুমি৷ ধ্রুবতারা হয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যেয়ো বরাবর৷ অন্য দেশে ভাল থাকো৷ শান্তিতে বিশ্রাম নাও ইভলিন লেপচা৷’’ সন্তানশোক সহ্য করে কাবোকে ফের সুরের মঞ্চে ফিরে আসতে দেখে খুশি তাঁর অনুরাগীরা। আর এবার তাঁর নতুন গান মন জিতে নিল সকলের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 8:00 AM IST