TRENDING:

Yash Dasgupta: 'সব অভিযোগ মিথ্যা, আইনি পদক্ষেপ নেব', 'চিনে বাদাম' বিতর্কে মুখ খুললেন যশ

Last Updated:

যশের বিবৃতিতে মোট চারটি মন্তব্যের কথা উল্লেখ করে লেখা হয়, যশ এই সমস্ত মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ করবেন। এই মন্তব্যহগুলি কার, সে নিয়ে কোনও কথা বলেননি তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'চিনে বাদাম' ছবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। ট্যুইট করে জানান, শৈল্পিক মতবিরোধের কারণে তিনি এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চান না। তার পর থেকেই নানা জল্পনা চলে তাঁর সরে যাওয়ার কারণ নিয়ে। শোনা গিয়েছিল, ছবিতে একটি গানে শ্যামলা গায়ের রঙের একটি ছেলেকে নাচ করানো হয়েছিল বলে তিনি আপত্তি জানান। কিন্তু নায়ক এত দিন এই বিষয়ে মুখ বন্ধ রেখেছিলেন। এ বার মুখ খুললেন যশ।
advertisement

বিবৃতি দিয়ে জানালেন, 'যা যা মন্তব্য করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা এবং ভুল। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব আমরা। আইনজীবীর সঙ্গেও কথা হয়েছে।' পরবর্তী কালে কী কী ঘটল, তা নিয়েও সময় মতো খবর জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যশ।

তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল, তার একটি তালিকাও প্রকাশ করেছেন যশ। যেখানে বলা হয়েছিল, ঝাঁ চকচকে অভিনেতা নেননি বলে প্রথম থেকেই যশের নাকি আপত্তি ছিল। তা ছাড়া আরও কয়েকটি মন্তব্যের উল্লেখ করেছেন যশ। যেখানে বলা হয়েছিল, ''২০২২ সালে এসে পিছন দিয়ে ধোঁয়া উড়বে, শ্যাম্পু করা চুল উড়বে, এমন ছবি বানানো আমার স্টাইল নয়, সেটা ও জানতই।'' তৃতীয় যে মন্তব্যটির উল্লেখ করেন, তা হল, ''কালো ছেলেকে কেন আমি সিনে নাচ করাব, এ সব নিয়ে যদি কারও প্রশ্ন থেকে থাকে, তা হলে তো আমার কিছু বলার নেই।'' চতুর্থ মন্তব্যটি হল, ''ছবির সঙ্গে কোনও আত্মিক বন্ধন নেই।''

advertisement

আরও পড়ুন: যশকে বয়কট করতে বলে মানুষকে উস্কানি! নেতাদের সঙ্গে তোমার ফারাক কই? সুজয়কে তথাগত

যশের বিবৃতিতে এই চারটি মন্তব্যের কথা উল্লেখ করে লেখা হয়, যশ এই সমস্ত মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ করবেন। এই মন্তব্যগুলি কার, সে নিয়ে কোনও কথা বলেননি তিনি। তবে এ কথা স্পষ্ট যে, ছবির পরিচালক শিলাদিত্য মৌলিকের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন যশ।

advertisement

আরও পড়ুন: 'চিনে বাদাম'-এর প্রিমিয়ারে যশ না থাকলেও ওঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনেকে: শিলাদিত্য

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এরই মধ্যে বৃহস্পতিবার রাতে কলকাতার এক মাল্টিপ্লেক্সে এই ছবির প্রিমিয়ার হয়। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক, অভিনেত্রী এবং ছবির এক প্রযোজক এনা সাহা-সহ আরও একাধিক টলিউডের তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শিলাদিত্য নিউজ১৮ বাংলাকে জানিয়েছেন, যশের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Yash Dasgupta: 'সব অভিযোগ মিথ্যা, আইনি পদক্ষেপ নেব', 'চিনে বাদাম' বিতর্কে মুখ খুললেন যশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল