Cheene Badam: 'চিনে বাদাম'-এর প্রিমিয়ারে যশ না থাকলেও ওঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনেকে: শিলাদিত্য
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Cheene Badam: শিলাদিত্য নিউজ১৮ বাংলাকে জানালেন, দু'ঘণ্টার ছবিটি দেখে বেরিয়ে সকলেই খুব প্রশংসা করেছেন। সকলেই জানিয়েছেন, যশকে অন্য রূপে দেখতে পাওয়া গিয়েছে এই ছবিতে। তাঁর অভিনয়ের প্রভূত প্রশংসা চলেছে।
#কলকাতা: শুক্রবার মুক্তি পেল বহু চর্চিত, অপেক্ষিত ছবি 'চিনে বাদাম'। পরিচালনায় শিলাদিত্য মৌলিক। অভিনয়ে যশ দাশগুপ্ত এবং এনা সাহা ছাড়া আরও অনেক। একাধিক মঞ্চশিল্পীও এই ছবিতে অভিনয় করেছেন। কিন্তু খুশির দিনেও কোথাও বিষাদের সুর লুকিয়ে। কারণ ছবির মুক্তির দিন কয়েক আগেই ছবির নায়ক যশ টুইট করে জানান, শৈল্পিক মতবিরোধের কারণে তিনি এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চান না। তার পর থেকেই নানা জল্পনা চলে তাঁর সরে যাওয়ার কারণ নিয়ে। শোনা যায়, ছবিতে একটি গানে শ্যামলা গায়ের রঙের একটি ছেলেকে নাচ করানো হয়েছিল বলে তিনি আপত্তি জানান। যদিও নায়কের তরফে এই খবরে সিলমোহর পড়েনি।
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে কলকাতার এক মাল্টিপ্লেক্সে ছবির প্রিমিয়ার হয়। শিলাদিত্য, এনা, দর্শনা বণিক, দেবাশিস মণ্ডল, সাহেব চট্টোপাধ্যায়, সৌরভ দাস, অঙ্গনা রায়, মধুরা পালিতের মতো শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে।
শিলাদিত্য নিউজ১৮ বাংলাকে জানালেন, দু'ঘণ্টার ছবিটি দেখে বেরিয়ে সকলেই খুব প্রশংসা করেছেন। সকলেই জানিয়েছেন, যশকে অন্য রূপে দেখতে পাওয়া গিয়েছে এই ছবিতে। তাঁর অভিনয়ের প্রভূত প্রশংসা চলেছে। শিলাদিত্যর কাছ থেকে জানতে চাওয়া হয়, প্রিমিয়ারের সাফল্য বা ছবি মুক্তির পর যশ তাঁকে যোগাযোগ করেছেন কি?
advertisement
advertisement
শিলাদিত্য বললেন, ''অন্য কারও কথা জানি না। তবে আমাকে কোনও মেসেজ বা ফোন করে শুভেচ্ছা জানায়নি যশ। প্রিমিয়ারেও আসেনি। আগেই বলছিল যে আসবে না। সেই কথাই রেখেছে।''
ছবির আর এক অভিনেত্রী গুলশানারা খাতুনের সঙ্গে যোগাযোগ করতে তিনি বলেন, ''আমাকও যশ কিছু জানাননি। আমার ধারণা, গোটা টিমের কারও সঙ্গেই যোগাযোগ করেননি তিনি। তবে তাঁর অভিনয় ভাল লেগেছে সবার।''
advertisement
শনি ও রবিবারের পর জানা যাবে, এই ছবি বক্স অফিসে কেমন লক্ষ্মীলাভ করল। শিলাদিত্য তাই এই সপ্তাহান্তের দিকে তাকিয়ে বসে রয়েছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2022 3:20 PM IST