Durnibar-Meenakshi: বছর ঘুরতেই বিচ্ছেদের পথে দুর্নিবার-মীনাক্ষী? পরকীয়া, অপমান আরও কত গুঞ্জন...
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Durnibar-Meenakshi: ২০১৭ সালে আইনি মতে বিয়ে হয় দুর্নিবার-মীনাক্ষির। এক বছর আগে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে সংসার পাতেন গায়ক এবং নৃত্য়শিল্পী। এ বার তৃতীয় ব্যক্তির কারণে আলাদা হয়ে গেলেন তারকা দম্পতি?
#কলকাতা: ঘর ভাঙছে টলিউডের জুটি দুর্নিবার সাহা এবং মীনাক্ষি মুখোপাধ্যায়ের! মাত্র এক বছর আগে ধূমধাম করে বিয়ে সেরেছিলেন তাঁরা। বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের তারকারাও। তার পরে এমন কী হল যে এত তাড়াতাড়ি সব ভেঙে যাচ্ছে?
টলিপাড়ায় আপাতত এই খবর নিয়ে তুলকালাম কাণ্ড! জল্পনা চলছে বিচ্ছেদের কারণ নিয়ে। টলিউডের বিভিন্ন পার্টি বা জলসাতে কানাঘুষো, দুর্নিবার নাকি অন্য কারও প্রেমে পড়েছেন। তাই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন মীনাক্ষি। আপাতত এক ছাদের তলায় থাকছেন না দম্পতি। তবে কি আইনি বিবাহ বিচ্ছেদের দিকেই হাঁটছেন তাঁরা?
advertisement
advertisement
নিউজ১৮ বাংলার তরফে গায়ককে ফোন করা হয়। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। মীনাক্ষিকে ফোনে পাওয়া গেলে তিনি বলেন, "আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। আর একটি কথা আমি সকলের উদ্দেশে বলতে চাই, যেদু'টি মানুষের জীবন নিয়ে কাঁটাছেঁড়া চলছে, তাঁদের জন্য এটি অত্যন্ত অপমানজনক। সেটি বন্ধ হলেই খুশি হব। এর থেকে বেশি কিছু বলতেই চাই না আমি।"
advertisement
২০১৭ সালে আইনি মতে বিয়ে হয় দুর্নিবার-মীনাক্ষির। এক বছর আগে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে সংসার পাতেন গায়ক এবং নৃত্য়শিল্পী। এ বার তৃতীয় ব্যক্তির কারণে আলাদা হয়ে গেলেন তারকা দম্পতি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2022 1:31 PM IST

