Sujoy Prosad Chatterjee-Tathagata Mukherjee: যশকে বয়কট করতে বলে মানুষকে উস্কানি! নেতাদের সঙ্গে তোমার ফারাক কই? সুজয়কে তথাগত
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sujoy-Tathagata-Yash: তথাগত জানালেন, যশ যে আদৌ 'কালো ছেলে'কে নাচ করানোর জন্য ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, তার কোনও প্রমাণ নেই, তাই প্রমাণ ছাড়া কাউকে গণলাঞ্ছনার মুখে ফেলে দেওয়া ঠিক নয়।
#কলকাতা: আগামী ১০ জুন মুক্তি পাওয়ার কথা শিলাদিত্য মৌলিক পরিচালিত, এনা সাহা প্রযোজিত ‘চিনে বাদাম’। তার আগেই এই ছবি নিয়ে তরজা তুঙ্গে। টুইট করে এই ছবি থেকে সরে গিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। কারণ জানাননি। কিন্তু শোনা গিয়েছে, জারেক এন্টারটেনমেন্ট-এর এই ছবির একটি গানের দৃশ্যে এক জন 'কালো ছেলে'কে নাচ করানো নিয়ে আপত্তি ছিল যশের। সেই প্রসঙ্গ তুলে অভিনেতা-বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় ফেসবুক পোস্ট করে নুসরত জাহানের স্বামীকে তুলোধনা করেছেন আগেই। লিখেছেন, 'পরিচালক গানের দৃশ্যে 'কালো ছেলে'কে অভিনয় করানোর কারণেই যদি যশ দাশগুপ্ত সিনেমার প্রচারে অংশ হতে অস্বীকার করেন, তা হলে সেই মতবিরোধকে আর সৃজনশীল বলা যায় না। আমি আশা করব, নেটিজেনরা যেন যশের সঙ্গে তেমনই আচরণ করেন, যেমন রূপঙ্করের সঙ্গে করেছেন। পুরো চলচ্চিত্র জগতের উচিত, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই প্রসঙ্গে আমি যশকে মনে করিয়ে দিতে চাই, সমিত ভঞ্জ এবং সিডনি পয়েটিয়ারও অসাধারণ অভিনেতা ছিলেন। চিয়ার্স।'

সেই পোস্টের মন্তব্য বাক্সে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়। তাঁর মতে, প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুন্নত ওরফে কেকে-কে নিয়ে মন্তব্য করার জন্য গায়ক রূপঙ্কর বাগচীকে যে পরিমাণ আক্রমণের মুখে পড়তে হয়, তা অনুচিত। এবং সুজয় সেই আক্রমণকে কোথাও গিয়ে সমর্থন করছেন বলে ধারণা তথাগতর। তাই তিনি লিখলেন, 'তোমাকে এক জন সচেতন মানুষ ভাবতাম এক সময়ে। পরে অনেক কিছু দেখে অবাক হয়েছি, আজ চমকে গেলাম! সুজয়, দয়া করে যশ যদি কিছু ভুল বলে থাকে বা করে থাকে কোনও নির্দিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে, সেটা তাদের ব্যাপার। গোটাটাকে প্রকাশ্যে এনে একটা অকারণ সমস্যা তৈরি কোরো না। না হলে কাল তোমার ব্যক্তিগত জীবনের সমস্যা অন্য কেউ প্রকাশ্যে এনে তোমায় শূলে চড়াবে।'
advertisement
advertisement

সুজয়ের বিরুদ্ধে তোপ দেগে তথাগতর জানালেন, সুজয় সম্ভবত রূপঙ্করের ঘটনার সঙ্গে যশকে তুলনা করে নিজের ব্যক্তিগত অপছন্দ চাপিয়ে দিচ্ছেন মানুষের উপর এবং মানুষকে উস্কানি দিচ্ছেন যশকে বয়কট করতে বলে । তাই তথাগতর প্রশ্ন, 'তোমার সঙ্গে রাজনৈতিক নেতাদের কী পার্থক্য?'
advertisement
তথাগত জানালেন, যশ যে আদৌ 'কালো ছেলে'কে নাচ করানোর জন্য ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, তার কোনও প্রমাণ নেই, তাই প্রমাণ ছাড়া কাউকে গণলাঞ্ছনার মুখে ফেলে দেওয়া ঠিক নয়। সুজয়কে পরিচালকের পরামর্শ, 'কাচের ঘরে থেকে অন্য লোকের ঘরে ঢিল ছোড়া যায় না।'
আরও পড়ুন: তুলকালাম সোশ্যাল মিডিয়ায়! আগামিকালই অভিনেত্রীর বিয়ে, আজ প্রাক্তনের সঙ্গে গোপন ছবি ফাঁস
advertisement
সুজয় এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, 'আমি রূপঙ্করের সঙ্গে যেটা হচ্ছে, তার সমর্থন করি না। সেটা আমার লাইভেই বলেছি। আর তুমি আমার সম্পর্কে কী ভাবো, সেটা নিয়ে আমি একদম ভাবি না।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2022 2:53 PM IST