Actress Private Photo Viral: তুলকালাম সোশ্যাল মিডিয়ায়! আগামিকালই অভিনেত্রীর বিয়ে, আজ প্রাক্তনের সঙ্গে গোপন ছবি ফাঁস
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Actress Private Photo Viral: অভিনেত্রীর বয়ফ্রেন্ডের সঙ্গে গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
#চেন্নাই: দক্ষিণের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও পরিচিত নাম নয়নতারা ৷ ৯ জুন দীর্ঘ দিনের বয়ফ্রেন্ড পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন নয়নতারা ৷ কিন্তু তাঁর বিয়ের আগেই এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে রীতিমত চর্চা চলছে ৷ নয়নতারার (Nayanthara) নাম দুই তামিল তারকার সঙ্গে জুড়েছে ৷ যাঁদের মদ্যে সিম্বু অন্যতম ৷ অভিনেতা সিম্বুর সঙ্গে বিয়ের প্ল্যানিং করছেন নয়নতারা ৷ ঠিক সেই সময়েই নয়নতারার বেশ কিছু প্রাইভেট ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এই ছবির কারণে সম্পর্কে চিড় ধরে ৷
আরও পড়ুন: Shilpa Shetty Turns 47: নিরাভরণ শরীরে পোশাকের সঙ্গে মানানসই অলঙ্করণ, জন্মদিনে দেখুন শিল্পার রূপবাহার
ফের যখন বিয়ে হতে চলেছে সেই ছবি ফের ভাইরাল হচ্ছে ৷ ২০১৪ সালে সিম্বু ও নয়নতারার (Simbu and Nayanthara) বেশ কিছু ব্যক্তিগত ছবি ভাইরাল হয়েছিল ৷ তামিল ছবির জগতে অন্যতম বড় নাম নয়নতারা ও সিম্বুর ভাইরাল ছবি সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম শুরু করেছিল ৷ এই ছবি দেখেই সেই সময়ে অভিনেত্রীর মনোবল তাসের ঘরের মত ভেঙে পড়েছিল ৷ সিম্বু ও নয়নতারার সেই সময়েই ইন্টিমেট ছবি আগুন ধরিয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এরপরেই বদনাম অভিনেত্রীকে স্পর্শ করে ৷ মিডিয়া রিপোর্ট সূত্রে খবর ফাঁস হয়ে যাওয়া ছবি দেখে সেই সময়ে নায়িকা ভেঙে পড়েছিলেন মানসিক ভাবে ৷
advertisement
আরও পড়ুন: Priyanka Chopra In Bold Black Gown: মসৃণ পিঠে হারের ছড়া, পোশাকের ফাঁকে স্তনের লুকোচুরি, দেখুন প্রিয়াঙ্কার ছবি
মানসিক অশান্তি তাঁকে স্পর্শ করে বারেবারে ৷ নয়নতারা (Nayanthara) তামিল ছবির অন্যতম বড় নাম ৷ তিনি প্রযোজক বিগ্নেশ শিবনকে নিজের সঙ্গী করেছিলেন ৷ বিয়ের বিষয়ে কোনও তাড়াহুড়ো দেখাননি ৷ বেশ কয়েক বছর পরে সম্পর্কের গভীরতা দেখে বয়ফ্রেন্ডকে স্বামী রূপে পেতেই বড় সিদ্ধান্ত নিয়েছেন ৷ ভক্তরা নয়নতারার সংসার বাঁধার খবর পেয়ে অত্যন্ত খুশি হন ৷ তাঁরা শুভেচ্ছাও জানান ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2022 2:10 PM IST