TRENDING:

আপনি কে? রণবীর সিংকে এই প্রশ্ন, ভাইরাল হল ভিডিও

Last Updated:

সার্কিটে ঢোকার একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ না  শুধুমাত্র তাঁর গলাতেই  উত্তেজনা ছিল তাই নয়,  পোশাকেও জাঁকজমক ছিল ৷ আর সেটাই নজর কাড়ে ফর্মুলা ওয়ানের সার্কিটের সাংবাদিকের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবুধাবি: আবুধাবিতে বছরের শেষ ফর্মুলা ওয়ান রেসের আসর বসেছে৷ সেখানে কার্যত চাঁদের হাট৷ বলিউডের সুপারস্টার রণবীর সিং নিজের স্বভাবসিদ্ধ উত্তেজনা নিয়ে পৌঁছে গেছেন রেস দেখতে৷ তাঁর সার্কিটে ঢোকার একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ না  শুধুমাত্র তাঁর গলাতেই  উত্তেজনা ছিল তাই নয়,  পোশাকেও জাঁকজমক ছিল ৷ আর সেটাই নজর কাড়ে ফর্মুলা ওয়ানের সার্কিটের সাংবাদিকের৷
Who are you F1 anchor asked question to Ranveer Singh , viral video
Who are you F1 anchor asked question to Ranveer Singh , viral video
advertisement

একজন সাংবাদিককে মুগ্ধ হন তাঁর পোশাকে কিন্তু প্রথমে অভিনেতাকে চিনতে পারেননি। দুজনের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রাক্তন রেসিং ড্রাইভার এবং সাংবাদিক মার্টিন ব্র্যান্ডল রণবীর সিংকে  দেখেন কিন্তু  "মুহূর্তে ভুলে গেছেন" অভিনেতাকে। তাঁকে কে জিজ্ঞাসা করায়  রণবীর সিং বলেন, "আমি একজন বলিউড অভিনেতা এবং আমি ভারতের মুম্বই থেকে এসেছি।  আমি একজন অভিনেতা।"

advertisement

আরও পড়ুন - IND vs NZ: এ কী হাল ভারতীয় ড্রেসিংরুমে, একটা এঁঠো স্যান্ডউইচ নিয়ে কামড়াকামড়ি ক্রিকেটারদের

সেখানে গিয়ে কেমন লাগছে তাতে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি৷  রণবীর বলেন, "পৃথিবীর উপরে! আমি উচ্ছ্বাস এবং শরীরে অ্যাড্রেনালিন অনুভব করতে পারি।"

আরও পড়ুন -  মহম্মদ রফির গান তাঁর গলায় প্রাণ পায়, কাঁচা বাদামকে টেক্কা দিচ্ছে ‘এই’ গান, ভাইরাল ভিডিও

advertisement

মার্টিন ব্র্যান্ডল রণবীর সিংয়ের পোশাকেরও প্রশংসা করেছেন না খোঁচা দিয়েছেন তা অবশ্য সঠিক ভাবে বোঝা সম্ভব নয়৷ তাঁর ফ্যাশন সেন্স নিয়েও ওঠে প্রশ্ন৷ কিন্তু তাও নিজের ধারা বজায় রাখেন৷

এদিকে গ্রাঁ প্রি-র শেষ রেস দেখতে একাধিক তারকার সঙ্গে দেখা করেন৷ আর সেই ছবিগুলিও ভাইরাল এখন নেট দুনিয়ায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আবুধাবি গ্র্যাঁ প্রি, যা মরসুমের শেষ, যা রবিবার হয়েছে। রেড বুল রেসিংয়ের  গ্র্যাঁপ্রি জিতেছে এবং ডাবল বিশ্ব চ্যাম্পিয়ন এবং তাঁর রেড বুল দলের জন্য একটি স্মরণীয় বছর৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
আপনি কে? রণবীর সিংকে এই প্রশ্ন, ভাইরাল হল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল